বারাসাতে ক্রেসপো?

বিশ্বফুটবল ইতিহাসে প্রথমবার নিলামে তোলা হল ফুটবলারদের। আর সেই নিলামে অংশগ্রহণ করলেন বিশ্বকাপাররা। কলকাতায় প্রিমিয়ার সকার লিগের পাঁচ আইকন ফুটবলারকে নিলামে কিনলেন বারাসত, শিলিগুড়ি, কলকাতার মত ফ্র্যাঞ্চাইজিরা।

Updated By: Jan 30, 2012, 11:35 PM IST

বিশ্বফুটবল ইতিহাসে প্রথমবার নিলামে তোলা হল ফুটবলারদের। আর সেই নিলামে অংশগ্রহণ করলেন বিশ্বকাপাররা। কলকাতায় প্রিমিয়ার সকার লিগের পাঁচ আইকন ফুটবলারকে নিলামে কিনলেন বারাসত, শিলিগুড়ি, কলকাতার মত ফ্র্যাঞ্চাইজিরা। আগামী মাসে আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার ক্রেসপোকে বারাসতের হয়ে খেলতে দেখা যাবে। বিশ্বকাপজয়ী ইতালির অধিনায়ক ক্যানাভারো খেলবেন শিলিগুড়ির হয়ে।
  
ফ্র্যাঞ্চাইজিদের মতই উদ্যোক্তারা মনে করছেন, প্রিমিয়ার সকার লিগে বিশ্বফুটবলে আলোড়ন ফেলে দেবে। সেইসঙ্গে বাংলার ফুটবলকে নতুন দিশা দেখাবে।
 
আইকন ফুটবলারদের মতই নিলামে পাঁচজন বিদেশি কোচকে নিল পাঁচ ফ্র্যাঞ্চাইজি। নিলামের আগের মুহুর্তে সকার লিগ থেকে সরে দাঁড়ান আর্জেন্টিনার প্রাক্তন তারকা ফুটবলার জুয়ান পাবলো সোরিন আর তারকা কোচ জন বার্নস।

.