কোপার কোয়ার্টার কার বিরুদ্ধে কে? এক নজরে জেনে নিন

Updated By: Jun 22, 2015, 09:57 PM IST
কোপার কোয়ার্টার কার বিরুদ্ধে কে? এক নজরে জেনে নিন

কোপার কোয়ার্টার কার বিরুদ্ধে কে? এক নজরে জেনে নিন

ওয়েব ডেস্ক: গ্রুপ লিগের খেলা শেষ। এবার কোপায় নক আউটের লড়াই। লাতিন আমেরিকার সেরা টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে গ্রুপ A-এর চ্যাম্পিয়ন দল চিলির মুখোমুখি হবে উরুগুয়ের। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পেরু আর বলিভিয়া। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে নেইমারহীন ব্রাজিল খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। কোয়ার্টারে জিতলে  সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল আর আর্জেন্টিনা।

কোপার কোয়ার্টার ফাইনাল লাইন আপ
২৪ জুন (বুধবার রাতে)- চিলি বনাম উরুগুয়ে

২৫ জুন (বৃহস্পতিবার রাতে)- বলিভিয়া বনাম পেরু
২৬ জুন-(শুক্রবার রাতে)-আর্জেন্টিনা বনাম কলম্বিয়া
২৭ জুন (শনিবার রাতে)- ব্রাজিল বনাম প্যারাগুয়ে

 

নেইমারকে ছাড়াই জয়ে ফিরল ব্রাজিল। গ্রুপ লিগের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে দুই-এক গোলে হারিয়ে গ্রুপের সেরা দল হিসাবে নক আউটে জায়গা করে নিল সেলেকাওরা। আগের ম্যাচেই কলম্বিয়ার কাছে হারতে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তারউপর দলের সেরা তারকা নেইমারের সাসপেনশন চিন্তা বাড়িয়েছিল ব্রাজিল কোচ দুঙ্গার। কিন্তু  নেইমারের পরিবর্ত হিসাবে মাঠে নেমেই ছাপ ফেলেন তারকা স্ট্রাইকার রোবিনহো। স্যান্টোসের তারকা রোবিনহোর দুরন্ত কর্ণার থেকেই গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ডিফেন্ডার থিয়ালো সিলভা।

প্যারিস সেন্ট জার্মেইনের ডিফেন্ডারের ডান পায়ের জোরালো শট ধরতেই পারেননি ভেনেজুয়েলা গোলকিপার। সাসপেনশান থাকায় মাঠে না থাকলেও গ্যালারিতে বসে পুরো ম্যাচ দেখেন নেইমার। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় সেলেকাও-রা। উইলিয়ানের পাস থেকে গোল করেন ফারমিনো। দুগোলে পিছিয়ে পড়লেও দমে যায়নি ভেনেজুয়েলা। চুরাশি মিনিটে ভেনেজুয়েলার হয়ে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে দেন নিকোলাস ফেডর। খেলার ইনজুরি টাইমে সমতা ফেরানোর সুবর্ন সুযোগ নষ্ট করে ভেনেজুয়েলা। শেষপর্যন্ত লিড ধরে রাখতে সক্ষম হয় সেলেকাও-রা। কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। চার বছর আগে প্যারাগুয়ের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল তাদের। এবার তাই বদলা নেওয়ার সুযোগ ব্রাজিলের সামনে।

 

.