ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিক করে সুপার সিক্সে টেলর

আন্তার্জাতিক ওয়ানডে ক্রিকেটে পরপর তিন ম্যাচে সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের রস টেলর। সোমবার দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে টেলর করলেন অপরাজিত ১০৫ রান। এর আগে বছরের শুরুতে ভারতের বিরুদ্ধে হ্যামিলটন ও ওয়েলিংটনে পরপর দুটো সেঞ্চুরি করেছিলেন।

Updated By: Dec 8, 2014, 10:37 PM IST
ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিক করে সুপার সিক্সে টেলর

ওয়েব ডেস্ক: আন্তার্জাতিক ওয়ানডে ক্রিকেটে পরপর তিন ম্যাচে সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের রস টেলর। সোমবার দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে টেলর করলেন অপরাজিত ১০৫ রান। এর আগে বছরের শুরুতে ভারতের বিরুদ্ধে হ্যামিলটন ও ওয়েলিংটনে পরপর দুটো সেঞ্চুরি করেছিলেন।

চোটের পর দেশের জার্সিতে ফিরে ফের সেঞ্চুরি করলেন কঠিন সময়ে। টেলরের আগে বিশ্ব ক্রিকেটে পরপর তিনটি ওয়ানডে তে শতরান করার নজির আছে মাত্র পাঁচ ব্যাটসম্যানের। তার হলেন  জাহির আব্বাস ,সঈদ আনোয়ার (দু জনেই পাকিস্তানের) হারশেল গিবস, এবি ডিভিলিয়ার্স, কুইন্টন ডি কক (তিনজনেই দক্ষিণ আফ্রিকার),

টেলরের ১৩৫ বলে অপরাজিত ১০৫ রানের সৌজন্যে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে তোলে ২৫৬ রান। অথচ একটা সময় ১১ রানের মধ্যে দলের অর্ধেক ইনিংস শেষ গুটিয়ে গিয়েছিল কিউইদের। জবাবে ব্যাট করতে নেমে বেশ চাপে পাকিস্তান। ৮৬ রানের মধ্যে আউট হয়ে গিয়েছেন পাকিস্তানের পাঁচ স্বীকৃত ব্যাটসম্যান। টেস্ট সিরিজ, টি টোয়েন্টডি সিরিজ অমীমাংসিত অবস্থায় শেষ হওয়ার পর পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজ উপভোগ্য হতে চলেছে। যার শুরুতে জমিয়ে দিল টেলরের সেঞ্চুরির হ্যাটট্রিক।

Tags:
.