চুক্তি লঙ্ঘনের অভিযোগে আইসিসির বিরুদ্ধে আইনি পথে সংঘাতে বিসিসিআই

বিসিসিআই-আইসিসি সংঘাত অব্যাহত। নয়া আর্থিক মডেল চালু করার জন্য শশাঙ্ক মনোহরের আইসিসি যেভাবে বেইজ্জত করেছে তার পাল্টা জবাব দিতে নামছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। চুক্তি লঙ্ঘন করার অভিযোগে আইসিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বিসিসিআই। দুহাজার চোদ্দ সালে এন শ্রীনিবাসন আইসিসির চেয়ারম্যান থাকার সময় ইংল্যান্ডের কোর্ট অফ ল অনুযায়ী  চুক্তিতে সই করেছিল আইসিসি। বিসিসিআই-এর কর্তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন ইংল্যান্ডের একটি আইনি সংস্থার সঙ্গে। তাদের মাধ্যমে শশাঙ্ক মনোহরের নেতৃত্বাধীন আইসিসির বিরুদ্ধে আইনি নোটিস পাঠানোর তোড়জোড়ও শুরু করেছে বিসিসিআই। পাশাপাশি সাতই মে বোর্ডের স্পেশাল জেনারেল মিটিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।

Updated By: May 4, 2017, 09:21 AM IST
চুক্তি লঙ্ঘনের অভিযোগে আইসিসির বিরুদ্ধে আইনি পথে সংঘাতে বিসিসিআই

ওয়েব ডেস্ক: বিসিসিআই-আইসিসি সংঘাত অব্যাহত। নয়া আর্থিক মডেল চালু করার জন্য শশাঙ্ক মনোহরের আইসিসি যেভাবে বেইজ্জত করেছে তার পাল্টা জবাব দিতে নামছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। চুক্তি লঙ্ঘন করার অভিযোগে আইসিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বিসিসিআই। দুহাজার চোদ্দ সালে এন শ্রীনিবাসন আইসিসির চেয়ারম্যান থাকার সময় ইংল্যান্ডের কোর্ট অফ ল অনুযায়ী  চুক্তিতে সই করেছিল আইসিসি। বিসিসিআই-এর কর্তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন ইংল্যান্ডের একটি আইনি সংস্থার সঙ্গে। তাদের মাধ্যমে শশাঙ্ক মনোহরের নেতৃত্বাধীন আইসিসির বিরুদ্ধে আইনি নোটিস পাঠানোর তোড়জোড়ও শুরু করেছে বিসিসিআই। পাশাপাশি সাতই মে বোর্ডের স্পেশাল জেনারেল মিটিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।

.