ব্র্যাডম্যানকে ছাপিয়ে গেলেন ক্লার্ক

সিডনি টেস্টে ভারতের বিরুদ্ধে তিনশো রান করে ডন ব্র্যাডম্যানকে ছাপিয়ে গেলেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। দেশের মাটিতে অসি অধিনায়ক হিসাবে ২৭০ রান করার রেকর্ডটা ১৯৩৬ সাল থেকেই ছিল ডনের পকেটে। তবে ৩২৯ রানে অপরাজিত থাকা অবস্থায় ইনিংস ডিক্লেয়ার করে তিনি বাঁচিয়ে রেখেছেন ডনের আর একটা রেকর্ডকে।

Updated By: Jan 5, 2012, 08:40 PM IST

সিডনি টেস্টে ভারতের বিরুদ্ধে তিনশো রান করে ডন ব্র্যাডম্যানকে ছাপিয়ে গেলেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। দেশের মাটিতে অসি অধিনায়ক হিসাবে ২৭০ রান করার রেকর্ডটা ১৯৩৬ সাল থেকেই ছিল ডনের পকেটে। তবে ৩২৯ রানে অপরাজিত থাকা অবস্থায় ইনিংস ডিক্লেয়ার করে তিনি বাঁচিয়ে রেখেছেন ডনের আর একটা রেকর্ডকে। অস্ট্রেলিয়ার হয়ে সর্ব্বেচ্চ টেস্টে স্কোর ৩৩৪ রানের নজির যুগ্মভাবে রয়েছে ডন এবং মার্ক ওয়ার নামে। দলের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার এই দৃষ্টান্তও নিঃসন্দেহে একটি নজির। তবে ভারতীয় বোলারদের মতই ভারতীয়দের নজিরকে কোনও ছাড় দেননি ক্লার্ক। দুদেশের সিরিজে ভিভিএস লক্ষ্মনের করা সর্বোচ্চ ২৮১ রানের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি।

.