চার্চিলকে আই লিগে এনে দিয়ে নতুন নজির সুভাষ ভৌমিকের

চার্চিল ব্রাদার্সকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়ে ভারতীয় ফুটবলে নতুন নজির গড়লেন সুভাষ ভৌমিক। দুটো আলাদা দলের হয়ে কোচিং করিয়ে আই লিগ জিতলেন সুভাষ ভোমিক। মঙ্গলবার গোয়ার তিলক ময়দানে মোহনবাগানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হল চার্চিল ব্রাদার্স।

Updated By: May 7, 2013, 08:34 PM IST

চার্চিল ব্রাদার্স (১) মোহনবাগান (১)
চার্চিল ব্রাদার্সকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়ে ভারতীয় ফুটবলে নতুন নজির গড়লেন সুভাষ ভৌমিক। দুটো আলাদা দলের হয়ে কোচিং করিয়ে আই লিগ জিতলেন সুভাষ ভোমিক। মঙ্গলবার গোয়ার তিলক ময়দানে মোহনবাগানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হল চার্চিল ব্রাদার্স।

২০০৮ সালের পর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল রেড মেশিনরা। প্রথমার্ধেই চোটের জন্য মাঠ ছাড়েন ওডাফা। তবে সাবিথের গোলে মোহনবাগান এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে চার্চিল ব্রাদার্সকে সমতায় ফেরান সুনীল ছেত্রী। ম্যাচ জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত শেষ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন কোচ করিম বেঞ্চিরিফা। কিন্তু ডেনজিল ফ্র্যাঙ্কো,হেনরিদের দাপটের সামনে হারিয়ে যায় ওডাফা-টোলগেহীন বাগান আক্রমন।
পাঁচ বছর পর আবার আইলিগ জিতে তিলক ময়দানে গোয়া ট্রান্স আবহে তখন শুধুই রেড মেশিনের উত্সব। আর চার্চিল ব্রাদার্সের টিডি হিসেবে আইলিগ জিতে ভারতীয় ফুটবলে ইতিহাস গড়া সুভাষ ভৌমিক জয়োত্সব থেকে দূরে। অন্তরালে থেকেই যেন উত্সবের আলো ও আবহ গায়ে মাখলেন সুভাষ। দুটি ক্লাবের দায়িত্বে থেকে আইলিগ জয়ের স্বাদ যে একমাত্র এই বাঙালি ফুটবল কোচের ঝুলিতেই!

.