Mohun Bagan Super Giant, CFL 2023: পিছিয়ে থেকেও হামতের হ্যাটট্রিক! টালিগঞ্জকে ৫-১ গোলে উড়িয়ে সবুজ-মেরুন ঝড়

ম্যাচের শুরু থেকে প্রেসিং ফুটবল খেলতে শুরু করে মোহনবাগান। ১ মিনিটের মাথায় বাম দিক থেকে দুর্দান্তভাবে আক্রমণে ওঠেন মোহনবাগানের আমনদীপ। পেনাল্টি বক্সের দিকে দুরন্ত পাস দেন, কিন্তু টাইসন সেটা নষ্ট করেন। শুরুতেই সহজ সুযোগ হাতছাড়ায় করে বাস্তব রায়ের ছেলেরা। শুরুতেই গোল মিস করার খেসারত দিতে হয় মোহনবাগানকে। 

Reported By: সব্যসাচী বাগচী | Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 12, 2023, 07:28 PM IST
Mohun Bagan Super Giant, CFL 2023: পিছিয়ে থেকেও হামতের হ্যাটট্রিক! টালিগঞ্জকে ৫-১ গোলে উড়িয়ে সবুজ-মেরুন ঝড়
দাপুটে জয়ের পর সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছে সবুজ-মেরুন বাহিনী। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2023) দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)। প্রথম ম্যাচের পর এবার দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giant)। প্রথম ম্যাচে পাঠচক্রকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে (Tollygungh Agragami) ৫-১ গোলে উড়িয়ে দিল সবুজ-মেরুন। প্রথম ম্যাচে নৈহাটি ছিল পুরো ভর্তি আর দ্বিতীয় ম্যাচেও দেখা গেল একই ছবি। ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে ছিল সবুজ মেরুন জনতার ভিড়। দলের খেলা দেখতে উপস্থিত ছিলেন ক্লাব কর্তারাও। দর্শক ও কর্তাদের হতাশ করলেন না সবুজ মেরুন প্লেয়াররা। লালরিনলানা হামতের (Lalrinliana Hnamte) হ্যাটট্রিকের সৌজন্যে প্রথম পিছিয়ে থেকেও পরে দুর্দান্ত কামব্যাক করে জিতল বাস্তব রায়ের (Bastab Roy) দল। 

ম্যাচের শুরু থেকে প্রেসিং ফুটবল খেলতে শুরু করে মোহনবাগান। ১ মিনিটের মাথায় বাম দিক থেকে দুর্দান্তভাবে আক্রমণে ওঠেন মোহনবাগানের আমনদীপ। পেনাল্টি বক্সের দিকে দুরন্ত পাস দেন, কিন্তু টাইসন সেটা নষ্ট করেন। শুরুতেই সহজ সুযোগ হাতছাড়ায় করে বাস্তব রায়ের ছেলেরা। শুরুতেই গোল মিস করার খেসারত দিতে হয় মোহনবাগানকে। ৪ মিনিটের মাথায় ডান দিক থেকে উঠে এসে গোল করে টালিগঞ্জ। মানস সরকার প্রায় অরক্ষিত থাকা অবস্থায় গোল করে দেন। প্রথম শটে গোল করতে না পারলেও ফিরতি বলে তিনি শট মেরে গোল করেন। এরপর আক্রমণ চালাতে থাকে টালিগঞ্জ। ১০ মিনিট ও ১২ মিনিটে তারা পরপর দুটি গোলের সুযোগ তৈরি করে। কিন্তু ফিনিশিংয়ের অভাব দেখা যায় তাদের মধ্যে। ২০ মিনিটের মাথায় টালিগঞ্জ ফের দুর্দান্ত পাস করে। মোহনবাগান গোলকিপার এগিয়ে এসে বলটা আটকে দেন। ২৪ মিনিটে দুর্দান্ত কামব্যাক মোহনবাগানের।

২৪ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে বিপক্ষের ২ জনকে কাটিয়ে গোলরক্ষেক ডানদিকে দুর্দান্ত শটে গোল করেন নংদম্বা নওরেম। একক দক্ষতায় তিনি গোল করে সমতা ফেরান। প্রথমার্ধে বলের দখল মোহনবাগানের কাছে বেশি থাকলেও তারা সেগুলোকে গোলে পরিণত করতে পারেনি। ৩২ মিনিটের মাথায় একটি গোলের সুযোগ পায় মোহনবাগান। কিন্তু আটকে যায় টালিগঞ্জের ডিফেন্সে। ৪২ মিনিটের মাথায় গোলের সুযোগ পায় টালিগঞ্জ। গোল করা মানস সরকার দুর্দান্ত বল পান, কিন্তু তিনি বলটা সামলাতে পারেননি। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

আরও পড়ুন: Lionel Messi: নতুন ইনিংস শুরু করার জন্য পরিবারকে নিয়ে মিয়ামিতে মেসি, দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Wrestlers Protest: যৌন হেনস্তা থেকে শুরু করে ব্রিজভূষণের বিরুদ্ধে একাধিক অভিযোগ! কড়া চার্জশিট দায়ের করেছে দিল্লি পুলিস

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় মোহনবাগান। ৪৭ মিনিটের মাথায় হামতে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন। মাপা বল থেকে হেডে গোল করে তিনি দলকে এগিয়ে দেন। ৫১ মিনিটের মাথায় সুহেল সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। ঠিকানা লেখা সেন্টার থেকে তিনি গোল করতে ব্যর্থ হন। তবে এই হতাশা বেশিক্ষণ স্থায়ী ছিল না। ৫২ মিনিটের মাথায় তৃতীয় গোল করে মোহনবাগান। সুহেল গোল করেন। ৩-১ গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্টস। ৭৭ মিনিটের মাথায় ফের গোল। এবারও হামতে। টালিগঞ্জের ডিফেন্সের ভুলে বল পান হামতে, আর সেই বল পেয়ে জালে জড়াতে সময় নেননি। ৪-১ গোলে এগিয়ে যায় সবুজ মেরুন। ৭৯ মিনিটে পেনাল্টি পায় মোহনবাগান। পেনাল্টি বক্সে ফাউল করে টালিগঞ্জ, পেনাল্টি দেন রেফারি। সহজেই গোল করেন হামতে। ফলে হ্যাটট্রিক করে সবুজ-মেরুনের জোড়া জয় নিশ্চিত করেন হামতে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.