কর্নেল কিংবা মেজর জেনারেল, মেলায় আসলে ক্যাপ্টেন

আজ ৩১ অক্টোবর। ইংরেজিতে বলাই যায়, ''ক্যাপ্টেন্স ডে''! কেন?

Updated By: Oct 31, 2015, 04:10 PM IST
কর্নেল কিংবা মেজর জেনারেল, মেলায় আসলে ক্যাপ্টেন

ওয়েব ডেস্ক: আজ ৩১ অক্টোবর। ইংরেজিতে বলাই যায়, ''ক্যাপ্টেন্স ডে''! কেন?
কারণ, ক্রিকেট এবং ফুটবল এই দুটো খেলারই দুই কিংবদন্তির জন্ম আজ। যদিও সময়ের ব্যবধানটা অনেক।

একজন, আমাদের গর্বের কর্নেল সি কে নাইডু। দেশের প্রথম ক্রিকেট অধিনায়ক। ভারত প্রথম টেস্ট খেলা শুরু করেছে তাঁরই নেতৃত্বে।
দ্বিতীয়জন, দুঙ্গা। ব্রাজিলের গর্ব। আমাদের ভালবাসা।

এবং কী অদ্ভূত মিল ওই জন্মতারিখ ছাড়াও। খেলার মাঠে সি কে নাইডু ''কর্নেল'' আর দুঙ্গাকে লোকে বলে ''মেজর জেনারেল''!
কর্নেলের জন্ম ১৮৯৫ তে। মারা গেলেন যেদিন, ১৯৬৭ তে ব্রাজিলের ইজুইতে বছর চারেকের দুঙ্গা টলমল পায়ে সদ্য হাঁটা শুরু করেছেন। যে দৌড় পড়ে থেমেছিল ২৪ বছর পর ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে।

গবেষণা সত্যিই হোক, কা জাদু আছে ৩১ অক্টোবরের বুকে, যে দুনিয়ার দু প্রান্তে জন্ম নেয় দুই জাত অধিনায়ক!

.