প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে সিএবির নয়া উদ্যোগ

রঞ্জি ট্রফির জন্য আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে নয়া উদ্যোগ নিল সিএবি। মূলত বাংলা দলের সাপ্লাই লাইন বাড়াতেই এই উদ্যোগ। এবার শুধু প্রথম ডিভিসন নয়, দ্বিতীয় ডিভিসনের ক্রিকেটারদের দিকেও নজর দিল সিএবি। নির্বাচকদের যাতে নজর কাড়তে পারেন তার জন্য পি সেন ট্রফিতে দ্বিতীয় ডিভিসনের সেরা ক্রিকেটারদের নিয়ে এবার একটি নতুন দল গড়ছে সিএবি। নাম দেওয়া হয়েছে সিএবি ইমার্জিং ইলেভেন। কম্বাইন্ড ডিস্ট্রিক্ট ইলেভেন, কম্বাইন্ড ইউনিভার্সিটি ইলেভেন ও প্রেসিডেন্ট ইলেভেনের সঙ্গে এই নতুন দলটিও এবার খেলবে পি সেনে। বাইশে জুন থেকে শুরু হতে যাওয়া পিসেন ট্রফিতে বাই পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে মোহনবাগান, এরিয়ান, তপন মেমোরিয়াল ও বড়িষা স্পোটিং। (আরও পড়ুন- ওয়েস্ট ইন্ডিজ সফরে কেন বিশ্রাম দেওয়া হল রোহিতকে? উত্তর দিলেন বিরাট )

Updated By: Jun 16, 2017, 11:41 PM IST
প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে সিএবির নয়া উদ্যোগ

ওয়েব ডেস্ক: রঞ্জি ট্রফির জন্য আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে নয়া উদ্যোগ নিল সিএবি। মূলত বাংলা দলের সাপ্লাই লাইন বাড়াতেই এই উদ্যোগ। এবার শুধু প্রথম ডিভিসন নয়, দ্বিতীয় ডিভিসনের ক্রিকেটারদের দিকেও নজর দিল সিএবি। নির্বাচকদের যাতে নজর কাড়তে পারেন তার জন্য পি সেন ট্রফিতে দ্বিতীয় ডিভিসনের সেরা ক্রিকেটারদের নিয়ে এবার একটি নতুন দল গড়ছে সিএবি। নাম দেওয়া হয়েছে সিএবি ইমার্জিং ইলেভেন। কম্বাইন্ড ডিস্ট্রিক্ট ইলেভেন, কম্বাইন্ড ইউনিভার্সিটি ইলেভেন ও প্রেসিডেন্ট ইলেভেনের সঙ্গে এই নতুন দলটিও এবার খেলবে পি সেনে। বাইশে জুন থেকে শুরু হতে যাওয়া পিসেন ট্রফিতে বাই পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে মোহনবাগান, এরিয়ান, তপন মেমোরিয়াল ও বড়িষা স্পোটিং। (আরও পড়ুন- ওয়েস্ট ইন্ডিজ সফরে কেন বিশ্রাম দেওয়া হল রোহিতকে? উত্তর দিলেন বিরাট )

.