সচিন - লারা এই দুজনের মধ্যে কাকে বল করা কঠিন? বলে দিলেন ম্যাকগ্রা

এক সাক্ষাত্কারে তিনি ব্রায়ান লারা আর সচিন তেন্ডুলকরের তুলনা টেনে বলেন

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Feb 28, 2020, 02:24 PM IST
সচিন - লারা এই দুজনের মধ্যে কাকে বল করা কঠিন? বলে দিলেন ম্যাকগ্রা

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি অস্ট্রেলিয়ার বুশ ফায়ার চ্যারিটি ক্রিকেটে দীর্ঘদিন পর ব্যাট হাতে নেমে ঝড় তুলেছেন ব্রায়ান লারা। ওই ম্যাচের বিরতিতেই অবসর ভেঙে আবার এলিস পেরির সামনে ব্যাট হাতে নামেন সচিন তেন্ডুলকরও। ব্রায়ান লারা আর সচিন তেন্ডুলকর বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তির ব্যাট বরাবরই অজিদের বিরুদ্ধে গর্জে উঠেছে। এই দুই তারকা ক্রিকেটারের মধ্যে কাকে বোলিং করা চ্যালেঞ্জের? উত্তর দিলেন অজি পেসার গ্লেন ম্যাকগ্রা।

গ্লেন ম্যাকগ্রা-টেস্ট ক্রিকেটে অজিদের সোনালী যুগের অন্যতম পেসার। ভারতেও পেস ফাউন্ডেশন রয়েছে ম্যাকগ্রার। এক সাক্ষাত্কারে তিনি ব্রায়ান লারা আর সচিন তেন্ডুলকরের তুলনা টেনে বলেন, "লারা কখনও তার খেলা বদলায়নি। আমি হয়তো তাকে ১৫ বার আউট করেছি ঠিকই কিন্ত ও আমাদের বিরুদ্ধে অনেক রানও করেছে যখন আমি আর ওয়ার্ন একসঙ্গে খেলতাম অস্ট্রেলিয়ার হয়ে।  যেদিনটা ওর(লারা) হতো সেদিন যাখুশি করত। সচিনও প্রায় সমান মানের ভালো ক্রিকেটার। কিন্তু ব্রায়ানের মধ্যে একটা বিশেষ কিছু ছিল। কারণ যেদিন লারা খেলত সেদিন সচিনের তুলনায় লারাকে বল করা একটু কঠিন ছিল। ও ছিল অকুতোভয় আর সঙ্গে আরও বেশি কিছু যেটা আর বলব না। "

 

আরও পড়ুন - আইপিএল না দেশ-কোনটা আগে? ক্রিকেটারদের কড়া প্রশ্ন ছুঁড়ে দিলেন বিশ্বকাপজয়ী কপিল দেব

.