প্রথম ম্যাচের ইতিহাস বলছে আজ খুঁড়িয়ে জিতবে ব্রাজিল

প্রথম ম্যাচের ইতিহাস বলছে আজ খুঁড়িয়ে জিতবে ব্রাজিল

Updated By: Jun 12, 2014, 02:00 PM IST

বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ ব্রাজিল খেলতে নামছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপ ব্রাজিল প্রথম ম্যাচের ইতিহাস বলছে মোট ১৯ বারের মধ্যে জয় এসেছে ১৫ বার, ড্র ২ বার, হার ২ বার। তবে ১৯৭৮ আর্জেন্টিনা সংস্করণের পর সব কটি বিশ্বকাপের প্রথম ম্যাচে জিতেছে ব্রাজিল। তবে বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে একটা প্রবাদ আছে দিন যত গড়ায় ব্রাজিলের খেলায় রোদ আর ঝাঁঝ তত বাড়ে। প্রথম ম্যাচে ব্রাজিলিয়ানরা সব সময় স্লথ গতির ফুটবল খেলে। লন্ডনের একদল পরিসংখ্যানবিদ অনেক হিসাব নিকাশের পর দেখছেন উদ্বোধনী ম্যাচে আজ নাকি ব্রাজিল কষ্টার্জিত জয় পাবে।

এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স--

১৯৩০ উরুগুয়ে বিশ্বকাপ
প্রতিপক্ষ- যুগোস্লোভাকিয়া
ম্যাচের ফলাফল: ১-২ গোলে হার

১৯৩৪ ইতালি বিশ্বকাপ
প্রতিপক্ষ- স্পেন
ম্যাচের ফলাফল: হেরে বিদায় ১-৩ গোলে

১৯৩৮ ফ্রান্স বিশ্বকাপ
প্রতিপক্ষ- পোলান্ড
ম্যাচের ফলাফল: টাইব্রেকারে জয়ী ৬-৫

১৯৫০ ব্রাজিল বিশ্বকাপ
প্রতিপক্ষ মেক্সিকো
ম্যাচের ফল ৫-০

১৯৫৪ সুইজারল্যান্ড বিশ্বকাপ
প্রতিপক্ষ মেক্সিকো
ম্যাচের ফল ৫-০

১৯৫৮ সুইডেন বিশ্বকাপ
প্রতিপক্ষ অস্ট্রিয়া
ম্যাচের ফল ৩-০

১৯৬২ চিলি বিশ্বকাপ
প্রতিপক্ষ মেক্সিকো
জয়ী ২-০ গোল

১৯৬৬ ইংল্যান্ড বিশ্বকাপ
প্রতিপক্ষ- বুলগেরিয়া
ম্যাচের ফল: জয়ী ২-১

১৯৭০ মেক্সিকো বিশ্বকাপ
প্রতিপক্ষ- চেকোস্লোভাকিয়া
ম্যাচের ফল: ৪-১ গোলে জয়ী

১৯৭৪ জার্মানি বিশ্বকাপ
প্রতিপক্ষ- যুগোস্লোভাকিয়া
ম্যাচের ফল- গোলশূন্য ড্র

১৯৭৮ আর্জেন্টিনা বিশ্বকাপ
প্রতিপক্ষ- সুইডেন
ম্যাচের ফল: ১-১ গোলে ড্র

১৯৮২ স্পেন বিশ্বকাপ
প্রতিপক্ষ- সোভিয়েত ইউনিয়ান
ম্যাচের ফল: জয়ী ২-১ গোলে

১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ
প্রতিপক্ষ- স্পেন
ম্যাচের ফল: ১-০

১৯৯০ ইতালি বিশ্বকাপ
প্রতিপক্ষ সুইডেন
ম্যাচের ফল: ২-১

১৯৯৪ ইউএসএ বিশ্বকাপ
প্রতিপক্ষ রাশিয়া
ম্যাচের ফল: ২-০

১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ
প্রতিপক্ষ- স্কটল্যান্ড
ম্যাচের ফল: ২-১ গোলে জয়

২০০২ জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ
প্রতিপক্ষ তুর্কি
ম্যাচের ফল:জয় ২-১ গোলে

২০০৬ জার্মানি বিশ্বকাপ
প্রতিপক্ষ ক্রোয়েশিয়া
ম্যাচের ফল: জয় ১-০ গোলে

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ
প্রতিপক্ষ: উত্তর কোরিয়া
ম্যাচের ফল- জয় ২-১ গোলে

২০১৪ ব্রাজিল বিশ্বকাপ
প্রতিপক্ষ- ক্রোয়েশিয়া

.