নেইমারের পর ব্রাজিলের নতুন অধিনায়ক কে হলেন জানেন?

ব্রাজিল দলের অধিনায়ক ঘোষণা করা হল ড্যানি আলভেজকে। দলটির কোচ তিতে জানান, স্কোয়াডে থাকা সবাইকে একবার করে অধিনায়কের দায়িত্বে দিয়ে দেখতে চান তিনি। তিতের পরিকল্পনার অংশ হিসেবে ৩৩ বছর বয়সী জুভেন্তাসে খেলা এই ডিফেন্ডার বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল দলের নেতৃত্ব দেবেন। রিও অলিম্পিকে দলের হয়ে সোনা জয়ের পর ব্রাজিল দলে অধিনায়ক পদে না থাকার কথা ঘোষণা দেন নেইমার। এরপর নির্দিষ্ট অধিনায়কের বদলে প্রতিবার নতুন একজনকে অধিনায়ক করার ঘোষণা করেন তিতে। তিনি বলেন, 'এই দল নেতায় পরিপূর্ণ। সবাই নেতৃত্ব দিতে সক্ষম। তাই আমি এই সম্মানের পদটিতে দলের সবাইকে অন্তত একবার করে দেখতে চাই।'

Updated By: Sep 6, 2016, 10:59 AM IST
নেইমারের পর ব্রাজিলের নতুন অধিনায়ক কে হলেন জানেন?

ওয়েব ডেস্ক: ব্রাজিল দলের অধিনায়ক ঘোষণা করা হল ড্যানি আলভেজকে। দলটির কোচ তিতে জানান, স্কোয়াডে থাকা সবাইকে একবার করে অধিনায়কের দায়িত্বে দিয়ে দেখতে চান তিনি। তিতের পরিকল্পনার অংশ হিসেবে ৩৩ বছর বয়সী জুভেন্তাসে খেলা এই ডিফেন্ডার বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল দলের নেতৃত্ব দেবেন। রিও অলিম্পিকে দলের হয়ে সোনা জয়ের পর ব্রাজিল দলে অধিনায়ক পদে না থাকার কথা ঘোষণা দেন নেইমার। এরপর নির্দিষ্ট অধিনায়কের বদলে প্রতিবার নতুন একজনকে অধিনায়ক করার ঘোষণা করেন তিতে। তিনি বলেন, 'এই দল নেতায় পরিপূর্ণ। সবাই নেতৃত্ব দিতে সক্ষম। তাই আমি এই সম্মানের পদটিতে দলের সবাইকে অন্তত একবার করে দেখতে চাই।'

আরও পড়ুন দুর্যোগের ভোগান্তি থেকে আজও রেহাই নেই কলকাতা বা রাজ্যবাসীর
 
অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর দানি আলভেজ বলেন, 'এই দলে অনেক নেতা রয়েছে। প্রত্যেকের নিজস্ব নেতৃত্বের গুণও আছে। আমি মনে করি না এখানে অধিনায়ক হওয়া খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি দলের প্রত্যেকের কাছ থেকেই অল্প বিস্তর নেতার মত আচরণ পাওয়া উচিত এবং সেটা আমাদের মধ্যে আছে।

আরও পড়ুন টিকিয়াপাড়া কারশেডে জল জমে যাওয়ায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল
 

.