বক্সিং ডে টেস্টের দল ঘোষণা ভারতের; বাদ ঋদ্ধিমান, পৃথ্বী

পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে এসেছেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর জায়গায় অধিনায়কত্ব করবেন অজিঙ্ক রাহানে।

Updated By: Dec 25, 2020, 04:25 PM IST
বক্সিং ডে টেস্টের দল ঘোষণা ভারতের; বাদ ঋদ্ধিমান, পৃথ্বী

নিজস্ব প্রতিবেদন- শনিবার থেকে শুরু হতে চলা মেলবোর্নের বক্সিং ডে টেস্ট থেকে বাদ পড়লেন বাংলার ঋদ্ধিমান সাহা। প্রথম টেস্টে খারাপ পারফরম্যান্সের জন্য বাদ পড়লেন ওপেনার পৃথ্বী শ। দ্বিতীয় টেস্টে অভিষেক ঘটতে চলেছে কেকেআরের শুভমন গিল ও ফাস্ট বোলার মহম্মদ সিরাজের। উইকেটরক্ষকের ভুমিকা পালন করবেন তরুণ ঋষভ পন্থ।

পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে এসেছেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর জায়গায় অধিনায়কত্ব করবেন অজিঙ্ক রাহানে। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন চেতেশ্বর পূজারা। তবে প্রত্যাশা থাকলেও দলে জায়গা হয়নি লোকেশ রাহুলের । তবে টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটালেন রবীন্দ্র জাডেজা। সঙ্গে স্পিনার হিসেবে থাকছেন রবিচন্দ্রন অশ্বিন।
ওপেনিংয়ে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে নামবেন শুভমনই। তিন থেকে ছয়ে নামবেন পূজারা, রাহানে, হনুমা বিহারি ও ঋষভ পন্থ। সাত নম্বরে ব্যাট করবেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। এরপর অশ্বিন ও তিন ফা্স্ট বোলার। 

আরও পড়ুন-  ''Kashmir দখল করেই ভারতে আক্রমণ করব", Shoaib Akhtar-এর বিতর্কিত মন্তব্যে তোলপাড়

চোটের কারণে মহম্মদ শামি ছিটকে যাওয়ার ফলে যশপ্রীত বুমরা ও উমেশ যাদবের উপর বাড়তি চাপ থাকবেই। তবে নবাগত সিরাজকে নিয়েও আশাবাদী ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

.