Boxing Day Test: 'কারও পৌষ মাস, কারও সর্বনাশ'! প্রোটিয়াসরা এক ইনিংস ও ১৮২ রানে হারতে ভারতের কতটা সুবিধা হল? জেনে নিন

এই হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দক্ষিণ আফ্রিকা নেমে গেল চতুর্থ স্থানে। তিনে উঠে এল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার জয়ের শতাংশের হার ৫০। তাদের উপরে থাকা শ্রীলঙ্কার ৫৩.৩৩। দ্বিতীয় স্থানে থাকা ভারতের ৫৮.৯৩। অস্ট্রেলিয়া শীর্ষস্থান আরও মজবুত করল। তাদের পয়েন্ট হল ৭৮.৫৭ শতাংশ। 

Updated By: Dec 29, 2022, 01:46 PM IST
Boxing Day Test: 'কারও পৌষ মাস, কারও সর্বনাশ'! প্রোটিয়াসরা এক ইনিংস ও ১৮২ রানে হারতে ভারতের কতটা সুবিধা হল? জেনে নিন
টেস্ট ও সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়া। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একেই বলে আক্ষরিক অর্থে 'কারও পৌষ মাস, কারও সর্বনাশ'! প্রথম টেস্টের পর এবার বক্সিং ডে টেস্টেও (Boxing Day Test) লজ্জাজনক ভাবে হেরে গেল দক্ষিণ আফ্রিকা (South Africa)। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে এক ইনিংস ও ১৮২ রানে প্রোটিয়াসরা হারতেই দারুণ সুবিধা পেল টিম ইন্ডিয়া (Team India)। টেস্টের চতুর্থ দিনে কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেল ডিন এলগারদের (Dean Elgar) দ্বিতীয় ইনিংস। দক্ষিণ আফ্রিকা অলআউট হল ২০৪ রানে। দু’টি টেস্ট জিতে সিরিজ পকেটে পুরে নিল প্যাট কামিন্সের (Pat Cummins) দল। ফলে দক্ষিণ আফ্রিকা এই টেস্টে হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship) আরও সুবিধা পেয়ে গেল রোহিত শর্মার (Rohit Sharma) দল। 

এই হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দক্ষিণ আফ্রিকা নেমে গেল চতুর্থ স্থানে। তিনে উঠে এল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার জয়ের শতাংশের হার ৫০। তাদের উপরে থাকা শ্রীলঙ্কার ৫৩.৩৩। দ্বিতীয় স্থানে থাকা ভারতের ৫৮.৯৩। অস্ট্রেলিয়া শীর্ষস্থান আরও মজবুত করল। তাদের পয়েন্ট হল ৭৮.৫৭ শতাংশ। এমন প্রেক্ষাপটে ফেব্ব্রুয়ারি-মার্চ মাসে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে অজিবাহিনী। সেই সিরিজের দুটি টেস্ট জিততে পারলেই, ফের একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ পাবে 'মেন ইন ব্লু' ব্রিগেড। 

আরও পড়ুন: IND vs PAK Test: ফের বাইশ গজে 'মাদার অফ অল ব্যাটেল'! মেলবোর্নে হবে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ

আরও পড়ুন: Kane Williamson: ৭২৩ দিন পর শতরান পেলেন 'সৌভাগ্যবান' কেন উইলিয়ামসন

এ দিন সকালে ১ উইকেটে ১৫ রান নিয়ে খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ন্যাথান লিওঁ এবং স্কট বোল্যান্ডের সামনে দাঁড়াতে পারেনি কোনও প্রোটিয়াস ব্যাটার। টেম্বা বাভুমা ৬৫ এবং কাইল ভেরেন ৩৩ কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। দু’জনে মিলে পঞ্চম উইকেটে ৬৩ রানের জুটি গড়েছিলেন। তবে শেষরক্ষা হয়নি। ন্যাথান লিওঁ ৫৮ রানে ৩ ও স্কট বোল্যান্ড ৪৯ রানে ২ উইকেট নিয়েছেন। সিরিজের তৃতীয় টেস্ট সিডনিতে ৪ জানুয়ারিতে শুরু হবে। ২৫৫ বলে ২০০ রান করেছেন ডেভিড ওয়ার্নার। শততম টেস্টে এমন পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হয়েছেন মারকুটে বাঁহাতি ওপেনার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.