Cameron Green, Boxing Day Test: ক্যামেরুন গ্রিনের চোটের পরেও অ্যালেক্স ক্যারির শতরানে চালকের আসনে অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র সফল বোলার অ্যানরিচ নোকিয়া। ৯২ রানে ৩টি উইকেট নেন ডানহাতি পেসার। ১৪৪ রানে ২ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। এরপর জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও চাপের মুখে প্রোটিয়াসরা।

Updated By: Dec 28, 2022, 02:21 PM IST
Cameron Green, Boxing Day Test: ক্যামেরুন গ্রিনের চোটের পরেও অ্যালেক্স ক্যারির শতরানে চালকের আসনে অস্ট্রেলিয়া
ডান হাতের আঙুলে চোট পাওয়ার পর ক্যামেরুন গ্রিনের চিকিৎসা চলছে। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চালকের আসনে থাকলেও অস্ট্রেলিয়া (Australia) শিবিরে ফের চিন্তার ভাঁজ। আঙ্গুলে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়া ক্যামরন গ্রিন (Cameron Green)। তবে বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) বল করতে না পারলেও, ব্যাট হাতে নজর কাড়লেন এই অলরাউন্ডার। পাঁচটি চার মেরে ১৭৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। বুধবার অজি টিম ম্যানেজমেন্টের তরফ থেকে গ্রিনের চোটের কথা জানানো হয়েছে। তাঁর ডান হাতের আঙুলে সামান্য চিড় ধরেছে। সামনেই আবার ভারত (Australia Tour Of India) সফর। তাই ২৩ বছরের অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়া হল। 

এদিকে তৃতীয় দিনের আগাগোড়া ব্যাটে-বলে দাপট দেখাল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে প্রোটিয়াসদের ১৮৯ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ৩ উইকেটে ৩৮৬ রান তুলে প্যাট কামিন্সের (Pat Cummins) দল। ট্রেভিস হেড (Travis Head) ৪৮ ও অ্যালেক্স ক্যারি (Alex Carey) ব্যক্তিগত ৯ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকে খেলতে নেমে তৃতীয় দিনে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস ৮ উইকেটে ৫৭৫ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। ফলে ৩৮৬ রানের বিশাল ব্যবধানে এগিয়ে ছিল অজিরা।

আরও পড়ুন: David Warner, Boxing Day Test: গ্রিনিজ-জো রুটকে ছুঁয়ে ইতিহাস গড়লেও, চোট নিয়ে মাঠ ছাড়লেন দ্বিশতরান করা ওয়ার্নার

আরও পড়ুন: Anrich Nortje, Boxing Day Test: মাথায় পড়ল ক্যামেরা! বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন অ্যানরিচ নোকিয়া, ভিডিয়ো ভাইরাল

হেড ৫৫ বলে ৫১ রানে আউট হন। মারেন ৭টি চার ও ১টি ছক্কা। মারকুটে মেজাজে প্রথম শতরান করেন অ্যালেক্স ক্যারি। তিনি ১১১ রান করে সাজঘরে ফেরেন। ১৩টি চার দিয়ে তাঁর এই ইনিংস সাজানো ছিল। এর আগে ২৫৫ বলে ২০০ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। কেরিয়ারের ১০০তম একদিনের ম্যাচে শতরানের পর, এবার শততম টেস্ট ম্যাচেও দ্বিশতরান করেন মারকুটে বাঁহাতি ওপেনার। মারেন ১৬টি চার ও ২টি ছক্কা। স্টিভ স্মিথ করেন ১৬১ বলে ৮৫ রান। 

দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র সফল বোলার অ্যানরিচ নোকিয়া। ৯২ রানে ৩টি উইকেট নেন ডানহাতি পেসার। ১৪৪ রানে ২ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। এরপর জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও ব্যাকফুটে প্রোটিয়াসরা। তৃতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে ১৫ রান তোলে। কামিন্সের বলে ক্যারির দস্তানায় ধরা পড়েন বিপক্ষের অধিনায়ক ডিন এলগার। ফলে অস্ট্রেলিয়ার থেকে এখনও ৩৭১ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছয় উইকেটে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। এবার বক্সিং ডে টেস্টেও হারের মুখে প্রোটিয়াসরা। আর সেটাই যদি হয় তাহলে টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথ অনেকটা সুগম হবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.