রাশিয়ায় অদ্যই শেষ রজনী মেসিদের!

আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ম্যাচে মেসি নয় মুসাদেরই এগিয়ে রাখছে জ্যোতিষী ...

Updated By: Jun 26, 2018, 04:31 PM IST
রাশিয়ায় অদ্যই শেষ রজনী মেসিদের!

নিজস্ব প্রতিবেদন : রাশিয়া বিশ্বকাপে আজই না কি মেসিদের শেষ দিন। জানিয়ে দিল জ্যোতিষী অ্যাকিলিস৷ আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ম্যাচে মেসি নয় মুসাদেরই এগিয়ে রাখছে জ্যোতিষী রুশ বিড়াল৷

আরও পড়ুন - বিশ্বকাপে আজ অগ্নিপরীক্ষা আর্জেন্টিনার, পারবেন তো মেসি?

গ্রুপ ডি এর শেষ ম্যাচে মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গে ম্যাচে মেসিদের বিরুদ্ধে শেষ হাসি হাসবে নাইজেরিয়া৷ বিশ্বকাপের জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস অন্তত এমনটাই মনে করেছে৷ ২০১০ সালে বিশ্বকাপের জ্যোতিষী ছিল অক্টোপাস পল৷ সেই পল এখন অতীত। বিশ্বকাপের পর মারা যায় সেই অক্টোপাস৷ রাশিয়া বিশ্বকাপে পলের উত্তরসূরি অ্যাকিলিস৷ অ্যাকিলিস হল সেন্ট পিটার্সবার্গের হার্মিটেজ মিউজিয়ামের পোষা সাদা বিড়াল৷

নাইজেরিয়া ও আর্জেন্টিনার পতাকা দেওয়া দুটি কাঁচের বাটির মধ্যে খাবার রেখে তাঁর সামনে অ্যাকিলিসকে ছেড়ে দেওয়া হয়৷ দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নাইজেরিয়ার পতাকা দেওয়া বাটি থেকে খাবার খেয়ে নিয়ে মুসাদের দলকেই সম্ভাব্য জয়ী বলে জানিয়েছে অ্যাকিলিস। অ্যাকিলিসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী নাইজেরিয়া জিতলে বিশ্বকাপ থেকে বিদায় নেবে মেসির আর্জেন্টিনা।

.