রাশিয়া বিশ্বকাপে ভাইরাল এই ইরানি ফ্যানের আইডি কার্ড!

গায়ে দেশের জার্সি, সেটাও কোমরের উপরে বাধা। সঙ্গে স্কার্ট। কোমরে ঝুলছে আইডি কার্ড। এই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Updated By: Jun 26, 2018, 03:57 PM IST
রাশিয়া বিশ্বকাপে ভাইরাল এই ইরানি ফ্যানের আইডি কার্ড!

নিজস্ব প্রতিবেদন: বুধবারের কাজান এরিনা ছিল কানায় কানায় ভর্তি। তিল ধারণের জায়গাও ছিল না। সবুজের সাথেই ইরানিদের শ্বেত আভায় মায়াবী দেখাচ্ছিল কাজান শহরকেও। আর তার মাঝে মাঝেই গাঢ় লালে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছিল স্প্যানিশ আর্মাডারাও।

আরও পড়ুন- রোনাল্ডোকে পাশে পেলেন মেসি!

সেদিন ইনেয়েস্তা-ইস্কোদের শৈল্পিক নিদর্শনকেও হার মানাচ্ছিল এরিনা ওয়েভ। স্রোতের মতো একবার লাল সমুদ্রে ধাক্কা, আর তার পরের মুহূর্তেই সাদায় সমাদৃত হওয়ার দৃষ্টিসুখ।  এরই মধ্যে লেন্সবন্দি হল সোনালি চুলের এক ইরানি তন্বী। নামি ব্র্যান্ডের বিজ্ঞাপনে থাকা মডেলদের মতো স্লিম চেহারা। চোখে নীল মাদকতা। ইতিউঁতি উঁকি দিচ্ছে কোমল কোমরবন্ধ। ঠিক যেমন দেখা যায় বাঙালির বসন্ত পঞ্চমিতে। পোশাক ফতোয়াকো ছুড়ে ফেলে সেদিন সে হাজির হয়েছিল সবুজ-সাদা-লালে। গায়ে দেশের জার্সি, সেটাও কোমরের উপরে বাধা। সঙ্গে স্কার্ট। কোমরে ঝুলছে আইডি কার্ড। এই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কারণটা কি জানেন?

না, সেই ইরানি ফ্যান তার রূপের আলোকে চোখের মণি হননি। বরং তাঁর এভাবে খবরে চলে আসার কারণ কোমরে থাকা ঝুলন্ত আইডি কার্ড। যেখানে তাঁকে দেখা যায় বোরখায়। পাসপোর্ট সাইজের ছবি জুম হতেই চক্ষু চড়ক গাছ অনেকের। ইরানে যেখানে বোরখায় আবদ্ধ রয়েছেন, সেই তিনিই দ্যুতিতে মায়া তৈরি করেছেন রাশিয়ায়। সৌজন্যে অবশ্যই ফুটবল বিশ্বকাপ।

আরও পড়ুন- বিশ্বকাপে রেকর্ড গড়লেন মিশরের গোলরক্ষক

উদারবাদীদের একাংশের মত, পর্দাপ্রথা-কে এক তুড়িতে উড়িয়ে যেভাবে ইরানের রক্ষণশীল সমাজকে বুড়ো আঙুল দেখিয়েছেন ওই ইরানি, তাতে ইসলামিক দেশে ‘নারী স্বাধীনতার জয়’ হয়েছে।  

.