ভোটের মাঠে গোল দিতে মোর্চাকেও ড্রিবিল করতে হবে বাইচুংকে

দার্জিলিং লোকসভা কেন্দ্রে বাইচুং ভুটিয়াকে সমর্থন করবে না গোর্খা জনমুক্তি মোর্চা। এই কেন্দ্রে গোর্খা জনমুক্তি মোর্চা নিজেদের প্রার্থী দেবে। আজ মোর্চার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ প্রধান। অর্থাত্‍ দার্জিলিংয়ে লড়াই পঞ্চমুখী হয়ে দাঁড়াল (যদি শেষ অবধি বিজেপি মোর্চা প্রার্থীকে সমর্থন না জানায়)। গতবার এই কেন্দ্রে বিজেপিকে সমর্থন জানায় মোর্চা।

Updated By: Mar 6, 2014, 07:21 PM IST

দার্জিলিং লোকসভা কেন্দ্রে বাইচুং ভুটিয়াকে সমর্থন করবে না গোর্খা জনমুক্তি মোর্চা। এই কেন্দ্রে গোর্খা জনমুক্তি মোর্চা নিজেদের প্রার্থী দেবে। আজ মোর্চার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ প্রধান। অর্থাত্‍ দার্জিলিংয়ে লড়াই পঞ্চমুখী হয়ে দাঁড়াল (যদি শেষ অবধি বিজেপি মোর্চা প্রার্থীকে সমর্থন না জানায়)। গতবার এই কেন্দ্রে বিজেপিকে সমর্থন জানায় মোর্চা।

দার্জিলিং কেন্দ্রে গোর্খা জনমুক্তির সমর্থন ছাড়া বাইচুংয়ের জয় যে বেশ কঠিন হবে সেটা বলাই বাহুল্য।

গত লোকসভা ভোটে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে যশবন্ত সিনহা জয়ী হোন। যশবন্তের জয়ের পিছনে ছিল গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন। ২০০৯ লোকসভায় যশবন্ত সিং জেতেন আড়াই লক্ষের বেশী ভোটে।

পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলনে অনেকটা পিছিয়ে পড়ার পর মোর্চার কাছে এখন বড় চ্যালেঞ্জ লোকসভা ভোট।

.