'বিশ্বকাপে'মহেশদের প্রত্যাবর্তন, লিয়েন্ডারদের জয়
পেশাদারি টেনিসের বিশ্বকাপ হিসাবে যাকে দেখা হয় সেই এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে দারুণভাবে ফিরে এলেন মহেশ ভূপতি-রোহন বোপান্না। প্রথম ম্যাচ হেরে গেলেও দ্বিতীয় ম্যাচ জিতে টুর্নামেন্টে কামব্যাক করে খাঁটি ভারতীয় এই জুটি। সেই সঙ্গে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল ভারতের মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি।
পেশাদারি টেনিসের বিশ্বকাপ হিসাবে যাকে দেখা হয় সেই এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে দারুণভাবে ফিরে এলেন মহেশ ভূপতি-রোহন বোপান্না। প্রথম ম্যাচ হেরে গেলেও দ্বিতীয় ম্যাচ জিতে টুর্নামেন্টে কামব্যাক করে খাঁটি ভারতীয় এই জুটি। সেই সঙ্গে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল ভারতের মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি।
এটিপি ওয়ার্ল্ড ট্যুরের প্রথম ম্যাচ হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে জিতে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি। গ্রুপ বি-র দ্বিতীয় ম্যাচে রবার্ট লিন্ডস্টেড-হরিয়া টেকাউ জুটিকে হারিয়ে দেন ভূপতিরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভূপতিদের পক্ষে খেলার ফল ৬-৩, ৫-৭, ১০-৫। প্রথম ম্যাচে উইম্বলডন চ্যাম্পিয়ন জোনাথন মারে-ফ্রেডেরিক নিয়েলসন জুটির কাছে হেরে গিয়েছিল ভারতীয় জুটি। অপর ম্যাচে আইসাম কুরেশি-জুলিয়েন রজার জুটিকে হারাল পেজ-স্টেপানেক জুটি। লিয়েন্ডারদের পক্ষে খেলার ফল ৬-৪, ৭-৫। এই নিয়ে চলতি মরসুমে চোদ্দটি টুর্নামেন্টে অংশগ্রহণ করলেন লিয়েন্ডার পেজ।