সাংহাইয়ের ফাইনালে মুখোমুখি লি-হেশ
বিশ্ব টেনিসের অন্যতম মুখরোচক লড়াইটা বেঁধে গেল সাংহাই মাস্টার্সের ডাবলস ফাইনালে। সাংহাইয়ে খেতাব জয়ের লড়াইয়ে মুখোমুখি ভারতীয় টেনিসের যুযুধান দুই পক্ষ মহেশ ভূপতি-রোপন বোপান্না বনাম লিয়েন্ডার পেজ। অলিম্পিকে মহাবিতর্কের পর এই প্রথম লিয়েন্ডারের বিরুদ্ধে খেলতে নামছেন ভূপতি-বোপান্নারা।
বিশ্ব টেনিসের অন্যতম মুখরোচক লড়াইটা বেঁধে গেল সাংহাই মাস্টার্সের ডাবলস ফাইনালে। সাংহাইয়ে খেতাব জয়ের লড়াইয়ে মুখোমুখি ভারতীয় টেনিসের যুযুধান দুই পক্ষ মহেশ ভূপতি-রোপন বোপান্না বনাম লিয়েন্ডার পেজ। অলিম্পিকে মহাবিতর্কের পর এই প্রথম লিয়েন্ডারের বিরুদ্ধে খেলতে নামছেন ভূপতি-বোপান্নারা। স্বাভাবিকভাবেই এই ফাইনালকে ঘিরে আলাদা উত্তেজনা তৈরি হয়েছে। অলিম্পিকে লিয়েন্ডারের বিরুদ্ধে খেলতে না চেয়ে বিদ্রোহ করে বসেছিলেন ভূপতি-বোপান্না।
তাই রবিবার ফাইনালটা লিয়েন্ডারের কাছে প্রতিশোধের। আবার লিয়েন্ডারের বিরুদ্ধে বিদ্রোহ করেই ভারতীয় টেনিসে ব্রাত্য হয়ে গিয়েছেন ভূপতি-বোপান্না, তাই দুজনের কাছেই রবিবারের ফাইনালটা সম্মানরক্ষার। লিয়েন্ডার খেলবেন রাদেক স্টেপানেককে নিয়ে। সেমিফাইনালে লিয়েন্ডাররা হারালেন মার্লিন চিলিচ-মার্সেলো মেলোকে ৬-০,৬-২।
অন্যদিকে হেশ-বোপান্না জুটি কলিন ফ্লেমিং-রস হাচিন্সের বিরুদ্ধে জিতলেন ৬-৭,৬-৩,১০-৮।