সেমিফাইনাল স্পটকেই পাখির চোখ করে এগোতে চাইছে ভারতীয় হকি দল
রবিবার ফ্রান্সকে হারিয়ে ৮ বছর পর অলিম্পিকের টিকিট নিশ্চিত করেন ভরত ছেত্রীরা। লন্ডন অলিম্পিকের সেমিফাইনাল স্পটকেই আপাতত পাখির চোখ করে এগোতে চাইছে ভারতীয় হকি দল।
রবিবার ফ্রান্সকে হারিয়ে ৮ বছর পর অলিম্পিকের টিকিট নিশ্চিত করেন ভরত ছেত্রীরা। লন্ডন অলিম্পিকের সেমিফাইনাল স্পটকেই আপাতত পাখির চোখ করে এগোতে চাইছে ভারতীয় হকি দল।
হকি দলের অধিনায়ক মানছেন, নতুন কোচ নবসের হাত ধরে স্ট্র্যাটেজি পরিবর্তন করেই এই সাফল্য। ভরতের মতে, তাদের আক্রমনাত্মক হকির কোন সদুত্তর থাকছে না প্রতিপক্ষদের কাছে। দলের সাম্প্রতিক ফর্ম আর ফিটনেস দেখে দেশবাসীকে আশ্বস্থ করে ভারতীয় হকি দলের অধিনায়ক বলছেন, লন্ডনে শেষ চারের আশা করাই যায়।
কোয়ালিফাইং রাউন্ডে দুরন্ত পারফরম্যান্সের পর আপাতত দলকে দু সপ্তাহের বিশ্রাম দিয়েছেন কোচ মাইকেল নবস। তারপর লন্ডনের প্রস্তুতি শুরু করে দেবেন সন্দীপ সিংরা। নিজেদের শক্তি যাচাই করার জন্য অলিম্পিকের আগে বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ভারতীয় দলের।