কেকেআর-মুম্বই ম্যাচের গ্যালারিতে হাজির সেরা দর্শক

নবম আইপিএলের ম্যাচগুলোতে নাকি লোক হচ্ছে না। কলকাতার ক্রিকেটপ্রেমীদের হুজুগের খ্যাতি তো বিশ্বজোড়া। তো সেই কলকাতা নাইট রাইডার্সের ম্যাচেও ইডেন গার্ডেন্স পড়ে থাকছে প্রায় ফাঁকা! গ্যালারির দিকে তাকালে আর কালো মাথার ভিড় নয়, শুধুই ফাঁকা সাদা চেয়ার বা হালকা রঙের চেয়ারের ছড়াছড়ি। কেন এমন? প্রশ্ন তুলছেন অনেকেই। মোটামুটি উত্তর হল, সদ্য তো টি২০ বিশ্বকাপটা শেষ হল। মানুষকে একটু দম নেওয়ার সুযোগও তো দিতে হবে নাকি।

Updated By: Apr 14, 2016, 11:12 AM IST
কেকেআর-মুম্বই ম্যাচের গ্যালারিতে হাজির সেরা দর্শক

ওয়েব ডেস্ক: নবম আইপিএলের ম্যাচগুলোতে নাকি লোক হচ্ছে না। কলকাতার ক্রিকেটপ্রেমীদের হুজুগের খ্যাতি তো বিশ্বজোড়া। তো সেই কলকাতা নাইট রাইডার্সের ম্যাচেও ইডেন গার্ডেন্স পড়ে থাকছে প্রায় ফাঁকা! গ্যালারির দিকে তাকালে আর কালো মাথার ভিড় নয়, শুধুই ফাঁকা সাদা চেয়ার বা হালকা রঙের চেয়ারের ছড়াছড়ি। কেন এমন? প্রশ্ন তুলছেন অনেকেই। মোটামুটি উত্তর হল, সদ্য তো টি২০ বিশ্বকাপটা শেষ হল। মানুষকে একটু দম নেওয়ার সুযোগও তো দিতে হবে নাকি।

এই অবস্থার মাঝেই গতকাল কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে মাঠে দেখা গেল তাঁকে। এই বাঁদরটিকে। দিব্যি খেলা দেখলেন তাড়িয়ে তাড়িয়ে মেজাজি ভঙ্গী নিয়ে। যেন নির্বাচক। ভালো করে দেখে নেওয়া, কে কেমন খেলছে টেলছে। ছবিটি নেওয়া ক্রিক ইনফো থেকে। আর এরটা ভালো ছবিকে স্বীকৃতি দিতেই ছোট্ট মজার কপিটা লেখা।

.