নোট বিভ্রাটে মনোজরা, শপিং-এ মহাসমস্যায় বঙ্গ ব্রিগেড

Updated By: Nov 11, 2016, 09:36 PM IST
নোট বিভ্রাটে মনোজরা, শপিং-এ মহাসমস্যায় বঙ্গ ব্রিগেড

অমিতাভ ঘোষ

রাজকোটে নোট সমস্যায় বাংলা দলও। পাঁচশো ও এক হাজার টাকার নোট বাতিল হয়ে যাওয়ায় বাইরে কেনাকাটায় সমস্যায় পড়ছেন মনোজ তেওয়ারিরা। বাংলার ম্যানেজার সমীর দাশগুপ্ত জানিয়েছেন হোটেলে থাকা-খাওয়ার কোনও সমস্যা নেই। শুধু একটাই সমস্যা। ক্রিকেটার বা সাপোর্ট স্টাফরা বাইরে বেরিয়ে কিছু কিনতে গেলেই নোট সমস্যায় পড়ছেন। রাজকোটে বাংলা দরকে আরও এক সপ্তাহ থাকতে হবে। ফলে সমস্যায় পড়বে দল। সিএবিকে বিষয়টি জানানো হয়েছে। সিএবি দ্রুত সমস্যার সমাধানের  আশ্বাস দিয়েছে বলেই জানিয়েছে বাংলার টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন- লাইভ স্কোর নিজস্ব ওয়েবসাইটে চালু করার ব্যবস্থা করছে সিএবি

এদিকে, রাজকোটের পিচ ব্যাটিং সহায়ক হচ্ছে ধরেই শুক্রবার বিশেষ অনুশীলন সারল বাংলা দল। তামিলনাড়ুর বোলিংয়ের মোকাবিলা করে বড় ইনিংস গড়ার লক্ষ্যে মনোজ,সুদীপ, অভিমন্যুদের পিচে বেশিক্ষণ কাটানোর পরামর্শ দিলেন কোচ সাইরাজ বাহুতুলে। এজন্য নেটে ধৈর্য বাড়ানোর অনুশীলন করালেন সাইরাজ। অনুশীলন শুরুর অনেক আগেই অধিনায়ক মনোজ তেওয়ারিকে নিয়ে কোচ চলে যান মাঠে। প্রায় ঘন্টাখানেক সময় ধরে মনোজ তেওয়ারিকে নকিং করান। বাংলা ইনিংসের ভিত শক্তিশালী করার জন্য সাইরাজ বাহুতুলে বিশেষ দায়িত্ব দিয়েছেন মনোজ তেওয়ারি ও সুদীপ চ্যাটার্জিকে। পাশাপাশি দুই পেসার ও দুই স্পিনারে খেলার ছকেই এগোচ্ছে বাংলার থিঙ্ক ট্যাঙ্ক।

আরও পড়ুন- ৩১ বছর পর ক্যাপ্টেন কপিলের রেকর্ড ছুঁলেন রঙ্গনা হেরাথ

.