লক্ষ্মীর শততম ম্যাচে অরিন্দমের শতরানে বাংলা ফ্রন্টফুটে
দিল্লিতে সার্ভিসেসের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিন সুবিধাজনক জায়গায় বাংলা। দিনের শেষে তিন উইকেট হারিয়ে ২৪২ রান করেছে অশোক মালহোত্রার দল। বাংলার হয়ে দুরন্ত শতরান করেন অরিন্দম দাস। অপরাজিত ১৩৯ রান করেন তিনি। আগামীকাল আরও বড় রানের লক্ষ্য এগোতে চান অরিন্দম।
বাংলা- ২৪২/৩ ( অরিন্দম ১৩৯ অপ)
দিল্লিতে সার্ভিসেসের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিন সুবিধাজনক জায়গায় বাংলা। দিনের শেষে তিন উইকেট হারিয়ে ২৪২ রান করেছে অশোক মালহোত্রার দল। বাংলার হয়ে দুরন্ত শতরান করেন অরিন্দম দাস। অপরাজিত ১৩৯ রান করেন তিনি। আগামীকাল আরও বড় রানের লক্ষ্য এগোতে চান অরিন্দম।
এদিন টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় সার্ভিসেস। বাংলার দুই ওপেনার রোহন ব্যানার্জি ও অরিন্দম দাস ১২৯ রানের পার্টনারশিপ গড়েন। অরিন্দমের সঙ্গে ব্যাট করছেন সৌরাশিষ লাহিড়ি।
দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে আরেকটি মাইলস্টোন স্পর্শ করলেন লক্ষ্মীরতন শুক্লা। বাংলার হয়ে প্রথম ক্রিকেটার হিসাবে ১০০টি রঞ্জি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন বাংলা অধিনায়ক। সার্ভিসেসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেই এই মাইলফলক স্পর্শ করলেন লক্ষ্মী। তবে রেকর্ড নিয়ে বেশি মাতামাতি করতে নারাজ তিনি। তাঁর জন্য যেকোনও রেকর্ড একটি সংখ্যা মাত্র। প্রথম ম্যাচে সৌরাষ্ট্রের সঙ্গে ড্র করার পর সার্ভিসেসের সঙ্গে এই ম্যাচ জিততে মরিয়া বাংলা অধিনায়ক।