তিনের আশা শেষ মনোজদের চোখ এখন এক পয়েন্টে
পঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের তৃতীয় দিনের শেষে ব্যাকফুটে বাংলা। তিন পয়েন্ট খোয়ানোর পর চতুর্থ দিন হার বাঁচানোই লক্ষ্য হতে চলেছে মনোজ তেওয়ারিদের। রবিবার মোহালিতে দাপট দেখান পঞ্জাবের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে সাত উইকেটে ৫৭৯ রান তুলে ডিক্লেয়ার করে তারা। চৌহান,সিদানার পর ১৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেন কউল।
বাংলা: ৩২৬, ২৫/১। পঞ্জাব: ২৫/১
পঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের তৃতীয় দিনের শেষে ব্যাকফুটে বাংলা। তিন পয়েন্ট খোয়ানোর পর চতুর্থ দিন হার বাঁচানোই লক্ষ্য হতে চলেছে মনোজ তেওয়ারিদের। রবিবার মোহালিতে দাপট দেখান পঞ্জাবের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে সাত উইকেটে ৫৭৯ রান তুলে ডিক্লেয়ার করে তারা। চৌহান,সিদানার পর ১৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেন কউল। মোহালির পিচে দাগ কাটতে ব্যর্থ বাংলার বোলাররা।১১৭ দিয়ে মাত্র এক উইকেট পেয়েছেন অশোক দিন্দা। ২৫৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলা। তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর এক উইকেটে ২৫।