রঞ্জি ট্রফির প্রস্তুতিতে শ্রীলঙ্কায় বাংলা দল

শ্রীলঙ্কা পৌছল বাংলা দল। কলকাতায় বর্ষার জন্য সঠিক প্রস্তুতি নিতে পারছেন না মনোজ,লক্ষ্মীরা। তাই রঞ্জি ট্রফির প্রস্তুতির জন্য শ্রীলঙ্কাকেই বেছে নেন সিএবির যুগ্মসচিব সৌরভ গাঙ্গুলি। শ্রীলঙ্কাতে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবেন মনোজ তেওয়ারিরা। বাংলার নতুন কোচ সাইরাজ বাহুতুলেও এই সফর নিয়ে উচ্ছ্বসিত। কলকাতা ছাড়ার আগে বাংলার কোচের দাবি  এই সিরিজ তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়বে।

Updated By: Aug 28, 2015, 08:01 PM IST
রঞ্জি ট্রফির প্রস্তুতিতে শ্রীলঙ্কায় বাংলা দল

ব্যুরো:শ্রীলঙ্কা পৌছল বাংলা দল। কলকাতায় বর্ষার জন্য সঠিক প্রস্তুতি নিতে পারছেন না মনোজ,লক্ষ্মীরা। তাই রঞ্জি ট্রফির প্রস্তুতির জন্য শ্রীলঙ্কাকেই বেছে নেন সিএবির যুগ্মসচিব সৌরভ গাঙ্গুলি। শ্রীলঙ্কাতে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবেন মনোজ তেওয়ারিরা। বাংলার নতুন কোচ সাইরাজ বাহুতুলেও এই সফর নিয়ে উচ্ছ্বসিত। কলকাতা ছাড়ার আগে বাংলার কোচের দাবি  এই সিরিজ তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়বে।
                             
রঞ্জি ট্রফির আগে এই প্রস্তুতি সফর নিয়ে খুশি অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লাও।
                      
অসুস্থতার জন্য শ্রীলঙ্কায় দলের সঙ্গে যেতে পারেননি অশোক দিন্দা। প্রথম ম্যাচের পর দলের সঙ্গে তার যোগ দেওয়ার কথা। দিন্দা না গেলেও দলের সঙ্গে গেছেন ভারতীয় দলে খেলা বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা।

.