বাংলার ঘরে এল না আই লিগ
আই লিগ আবারও অধরা বাংলার। প্রায় ১০ বছর হতে চলল, ভারত সেরা টুর্নামেন্টের খেতাব বাংলার ঘরে ঢুকল না। ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করেই পঞ্চমবার আই লিগ চ্যাম্পিয়ন হল ডেম্পো। বাংলার প্রাক্তন ফুটবলাররা হতাশ, বাংলার ক্লাবগুলির পারফরম্যান্স দেখে।
আই লিগ আবারও অধরা বাংলার। প্রায় ১০ বছর হতে চলল, ভারত সেরা টুর্নামেন্টের খেতাব বাংলার ঘরে ঢুকল না। ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করেই পঞ্চমবার আই লিগ চ্যাম্পিয়ন হল ডেম্পো। বাংলার প্রাক্তন ফুটবলাররা হতাশ, বাংলার ক্লাবগুলির পারফরম্যান্স দেখে।
ভাল মানের দল গড়েও ইস্টবেঙ্গল আইলিগ জিততে না পারায় অবাক সাব্বির আলিও। আরেক প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখার্জির দাবি, এবার সাফল্য পেতে গেলে আরও দায়িত্ববান হতে হবে বাংলার ক্লাবকর্তাদের। অযথা রেফারিং নিয়ে দোষারোপ করতেও নারাজ দেবাশিস। বহুদিন ধরে একই দল ও কোচকে রেখে দেওয়াতেই যে সাফল্য আসছে ডেম্পোর, তা একবাক্যে স্বীকার করছেন সকলেই।