রঞ্জি ট্রফিতে পঞ্চনদের তীরে বিপাকে বাংলা

পঞ্চনদের তীরে বিপাকে পড়ে গেল মনোজ তিওয়ারির বাংলা। ম্যাচের দ্বিতীয় দিনেই অনেকটা পরিষ্কার হয়ে গেল পঞ্চ নদীর তীর থেকে তিন পয়েন্ট আসা অসম্ভব। প্রথম ইনিংসে ৩২৬ রানে অলআউট হয় বাংলা, তার জবাবে মাত্র এক উইকেটেই পঞ্জাব তুলেছে ২২৯ রান। অর্থাত্‍ আর ৯৮ রান করেলই বাংলার প্রথম ইনিংসের রানকে ছাপিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করবে যুবি, ভাজ্জিহীন পঞ্জাব।

Updated By: Nov 10, 2012, 07:47 PM IST

পঞ্চনদের তীরে বিপাকে পড়ে গেল মনোজ তিওয়ারির বাংলা। ম্যাচের দ্বিতীয় দিনেই অনেকটা পরিষ্কার হয়ে গেল পঞ্চ নদীর তীর থেকে তিন পয়েন্ট আসা অসম্ভব। প্রথম ইনিংসে ৩২৬ রানে অলআউট হয় বাংলা, তার জবাবে মাত্র এক উইকেটেই পঞ্জাব তুলেছে ২২৯ রান। অর্থাত্‍ আর ৯৮ রান করেলই বাংলার প্রথম ইনিংসের রানকে ছাপিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করবে যুবি, ভাজ্জিহীন পঞ্জাব।
জে কে এস চৌহান ও সিদানার জোড়া শতরান বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় রাখল পঞ্জাবকে। দ্বিতীয় দিনের শেষে পঞ্জাব এক উইকেটে ২২৯ রান তুলেছে। সিদানা ১০৭ ও চৌহান ১০২ রানে অপরাজিত আছেন।  মোহালিতে এদিন বাংলার প্রথম ইনিংস শেষ হয় ৩২৬ রানে। মাত্র দু রানের জন্য শতরান হাতছাড়া করেন ঋদ্ধিমান সাহা। আটানব্বই রানে আর পি শর্মার বলে আউট হন ঋদ্ধি। পঞ্জাবের পক্ষে আর পি সিং চারটি উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে গোয়েলের উইকেট হারালেও সিদানা ও চৌহানের অবিচ্ছিন্ন জুটি ভাল জায়াগায় নিয়ে যায় পঞ্জাবকে। 

.