Kapil Sharma: কবিগুরুকে অপমান‌! আইনি নোটিসের ধাক্কায় কপিল...

The Great Indian Kapil Show: বাঙালিদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ঠাট্টা করার জন্য আইনি নোটিস গেল কৌতুক-অভিনেতা কপিল শর্মার কাছে। জানা গিয়েছে, গত ১ নভেম্বর তাঁর কাছে একটি আইনি নোটিস যায়। 

Updated By: Nov 13, 2024, 08:13 PM IST
Kapil Sharma: কবিগুরুকে অপমান‌! আইনি নোটিসের ধাক্কায় কপিল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঙালিদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ঠাট্টা করার জন্য আইনি নোটিস গেল কৌতুক-অভিনেতা কপিল শর্মার কাছে। জানা গিয়েছে, গত ১ নভেম্বর তাঁর কাছে একটি আইনি নোটিস যায়। বঙ্গ ভাষা মহাসভা ফাউন্ডেশনের (বিবিএমএফ) সভাপতি ডক্টর মণ্ডল তাঁর উকিল নৃপেন্দ্র কৃষ্ণ রায়ের মাধ্যমে নোটিশটি পাঠিয়েছেন। নোটিসে বলা হয়েছে যে, 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-তে কিংবদন্তি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করা হয়েছে। এবং এটি শুধু ভারতে নয় সারা বিশ্বে বাঙালিদের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিকে আঘাত দেয়।

নোটিসের জবাবে, দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর নির্মাতারা বলেছেন যে 'রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ এবং ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করার তাদের কোনও উদ্দেশ্য ছিল না। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো হল একটি কমেডি প্রোগ্রাম যা সম্পূর্ণরূপে বিনোদনের উদ্দেশ্যে অনুষ্ঠিত।' নির্মাতারা আরও জানিয়েছে যে, এই শো কাল্পনিক প্রেক্ষাপটের উপর নির্মিত, যেটি কোনও নির্দিষ্ট ব্যক্তি বা সম্প্রদায়কে আঘাত করার উদ্দেশ্য রাখে না।

আরও পড়ুন:Imsha Rehman Viral Video: প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ভিডিয়ো ভাইরাল, নেটপাড়া ছাড়লেন জনপ্রিয় ইউটিউবার...

বিতর্কের সূত্রপাতটা ঠিক কীভাবে হয়েছিল? উল্লেখ্য, এই বিতর্ক নিয়ে সরব হয়েছিলেন বাঙালি কবি শ্রীজাত। তিনি জানিয়েছিলেন, NETFLIX-এ ‘The Great Indian Kapil Show’-এর একটি নতুন পর্ব সংযোজিত হয়, যেখানে অতিথিদের মধ্যে অভিনেত্রী কাজল ও কৃতী স্যানন উপস্থিত থাকেন। সেই পর্বের মাঝামাঝি সময়ে কপিলের এক সহকারী শিল্পী বা কৌতুকাভিনেতা কৃষ্ণ অভিষেক উপস্থিত হন (যিনি নিজের নাম Krushna Abhishek লেখেন), এবং সম্ভবত কাজলকে বাঙালি বংশোদ্ভুত হিসেবে পেয়েই রবীন্দ্রনাথের একটি গানকে মস্করার সরঞ্জাম হিসেবে বেছে নেন। হঠাৎ তো বেছে নেননি, সেভাবেই চিত্রনাট্য সাজানো ছিল। ঠিক কী হয়েছে, কেমনভাবে হয়েছে, এখানে বিস্তারিত বলছি না। কিন্তু ‘একলা চলো রে’ গানটি নিয়ে কৃষ্ণ অভিষেক যে-ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও কথাবার্তার উদ্রেক করেছেন, তা সম্মান ও শালীনতার মাত্রা ছাড়িয়ে বহুদূর চলে গেছে।

অন্যদিকে, এই বিতর্কে সঙ্গে জড়িয়ে সলমান খানের প্রোডাকশন হাউসকেও আইনি নোটিস পাঠানো হয়েছে, এমন গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু অভিনেতার দল বিবৃতি জারি করে উল্লেখ করেছে যে, তারা নেটফ্লিক্সে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর সঙ্গে যুক্ত নয়।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.