লক্ষ্মীর দুরন্ত বোলিংয়ে রুদ্ধশ্বাস জয় বাংলার
বিজয় হাজারে ট্রফির পূর্বাঞ্চলের ম্যাচে বাংলা এগারো রানে হারিয়ে দিল শক্তিশালী ওড়িশাকে। রুদ্ধশ্বাসপূর্ণ এই ম্যাচে বাংলার জয়ের মুখ্য কারিগর হলেন লক্ষ্মীরতন শুক্লা ও অশোক দিন্দা।
বাংলা-- ১৮৬। ওড়িশা-- ১৭৫
মাত্র ১৮৬ রানে অলআউট হয়ে গিয়েও রঞ্জি ট্রফি একদিনের টুর্নামেন্টে দারুণ জয় পেল বাংলা। সৌজন্যে অশোক দিন্দা, আর লক্ষ্ণীরতন শুক্লর দুরন্ত বোলিং। বিজয় হাজারে ট্রফির পূর্বাঞ্চলের ম্যাচে বাংলা ১১ রানে হারিয়ে দিল শক্তিশালী ওড়িশাকে। রুদ্ধশ্বাসপূর্ণ এই ম্যাচে বাংলার জয়ের মুখ্য কারিগর হলেন লক্ষ্মীরতন শুক্লা ও অশোক দিন্দা।
এদিন টসে জিতে ওড়িশা প্রথম ব্যাট করতে পাঠায় বাংলাকে। বাংলা ৪৬.১ ওভারে মাত্র একশো ছিয়াশি রানে অলআউট হয়ে যায়। মনোজ তেওয়ারি পঞ্চান্ন ও ঋদ্ধিমান সাহা ৩৬ রান করেন। ওড়িশার পক্ষে বি মোহান্তি চার উইকেট পয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে দুই রানে দুই উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে যায় ওড়িশা। কিন্তু এরপর নটরাজ বহেরা, জিবি পোদ্দার ও বিপ্লব সামন্তরায় দলকে লড়াইয়ে ফেরান। ঠিক এইসময় লক্ষ্মীরতন শুক্লা ও দিন্দার দুরন্ত স্পেল ম্যাচে ফেরায় বাংলাকে। শুক্লা ও দিন্দার দাপটে ১৭৫ রানে অলআউট হয়ে যায়। লক্ষ্মী পাঁচ ও দিন্দা চার উইকেট পেয়েছেন।