BCCI's New Rules: বিরাট যুগের কঠিন পরীক্ষা ফেরাচ্ছে বোর্ড, দলকে সিধে করতে ফের চালু হচ্ছে পাশ-ফেল!
BCCI's New Rules: ভারতীয় দলের সাম্প্রতিক মার্কশিট খুবই খারাপ, এবার দলকে ফের একবার নতুন করে নিয়মে বাঁধছে ভারতীয় ক্রিকেট বোর্ড
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাইশ গজের অন্যতম সেরা ফিল্ডিং টিম ইন্ডিয়া (India Cricket Team)। বিগত কয়েক বছর ভারতের ফিল্ডিং যে উচ্চতা স্পর্শ করেছে, তা চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় দলের ফিল্ডিং উৎকর্ষের বিপ্লব শুরু হয় বিরাট কোহলি (Virat Kohli) ও রবি শাস্ত্রীর (Ravi Shastri) হাত ধরে। তৎকালীন অধিনায়ক ও কোচ সাফ বলে দিয়েছিলেন যে, জাতীয় দলে সুযোগ পাওয়ার একমাত্র মানদণ্ড 'ইয়ো-ইয়ো' (yo-yo test) টেস্ট। দলে সুযোগ পেতে হলে ফিটনেসের এই পরীক্ষায় পাশ করতেই হবে। এর কোনও অন্যথা হবে না।
আরও পড়ুন: দলে সুযোগ পাওয়ার এই মানদণ্ড উঠে গেল! রইল না বিরাট-শাস্ত্রীদের বাধ্যতামূলক নিয়ম
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ওরফে এনসিএ, বিরাট-শাস্ত্রীদের তৈরি করা এই বাধ্যতামূলক নিয়ম তুলে দিয়েছিল গতবছর জুলাইয়ে! তবে এবার দলকে সিধে করতে ফের ভারতীয় ক্রিকেট বোর্ড চালু করছে 'ইয়ো-ইয়ো' পরীক্ষায় পাশ-ফেল! এমনটাই রিপোর্ট। গত রবিবার মুম্বইয়ে বিসিসিআই এক বিশেষ বৈঠক ডেকেছিল। বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনির নেতৃত্বে সেই বৈঠকে ছিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা, নবনিযুক্ত বিসিসিআই সচিব দেবজিত্ সইকিয়া, ডাকা হয়েছিল দলের হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মাকেও। অস্ট্রেলিয়ার মাটিতে ভরাডুবি এবং ভারতীয় ক্রিকেটের আগামীর নীলনকশা তৈরি করতেই প্রায় দুই ঘণ্টা ধরে চলেছিল এই রিভিউ সেশন! যেখানে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের ভরাডুবির ময়নাতদন্ত হওয়ার পাশাপাশি আগামীর রূপরেখাও তৈরি হয়। সেখানেই উঠে এসেছে ইয়ো-ইয়ো টেস্টের কথা।
এক দৈনিক ইয়ো-ইয়ো পরীক্ষা ফেরানোর বিষয়ে বোর্ডের এক সূত্রকে উদ্ধৃত করে বলেছে, 'খেলোয়াড়রা বেশিরভাগ সময় বাইরে থাকে বলে বোর্ড তাদের প্রতি নমনীয় ছিল। কেবল আঘাত প্রতিরোধের দিকেই মনোযোগ দেওয়া হয়েছিল। তবে কিছু খেলোয়াড় বিষয়টি হালকাভাবে নিয়েছিলেন। যার ফলে প্রস্তাব দেওয়া হয়েছে যে ফিটনেসের নির্দিষ্ট মানদণ্ড পুনরায় চালু করতে হবে যাতে আত্মতুষ্টির কোনও প্রবণতা না থাকে'। বিসিসিআই দলে আরও কিছু পরিবর্তন আনতে চলেছে, যার মধ্যে খেলোয়াড়দের পরিবারের সদস্য এবং স্ত্রীদের থাকার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
আরও পড়ুন: দুয়ারে চ্যাম্পিয়ন্স ট্রফি, দুই কোচের ধুন্ধুমার প্রকাশ্যে! কী চলছে ভারতীয় ক্রিকেটে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)