শ্রীসন্থকে বাইশ গজে কিছুতেই ফিরতে দিতে চায় না বিসিসিআই

Updated By: Aug 12, 2017, 10:22 AM IST
শ্রীসন্থকে বাইশ গজে কিছুতেই ফিরতে দিতে চায় না বিসিসিআই

ওয়েব ডেস্ক: ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত শ্রীসন্থকে বাইশ গজে কিছুতেই ফিরতে দিতে চায় না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তাই তো কেরালা হাইকোর্টের সিঙ্গল ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ পাল্টা মামলা করল বিসিসিআই। হাইকোর্টের সিঙ্গল ডিভিশন বেঞ্চ শ্রীসন্থকে ফিক্সিংয়ের অভিযোগ থেকে দোষমুক্ত করেছিল এবং বোর্ডকে তাঁর নির্বাসন তোলার নির্দেশ দিয়েছিল। কিন্তু কোর্টের নির্দেশ মানতে রাজি নয় বোর্ড।

আরও পড়ুন ক্রিকেট কেরিয়ারের এমন জিনিস উমেশ যাদব জানালেন, যা আপনি আগে জানতেন না

এবার কেরালা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নির্বাসন তোলার নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে মামলা করেছে বিসিসিআই। প্রসঙ্গত, দুহাজার তেরো সালে স্পট ফিক্সিং মামলায় শ্রীসন্থকে আজীবন নির্বাসিত করেছিল বোর্ড।

আরও পড়ুন  শ্রীলঙ্কায় তৃতীয় টেস্টের আগে সীতার অশোক বন-এ টিম ইন্ডিয়া

.