প্রথমে নির্বাচিত, পরে নির্বাসিত ললিত মোদী

ললিত মোদীকে সভাপতি নির্বাচিত করায় রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সাসপেন্ড করল বিসিসিআই। ললিত মোদীকে আজীবন নির্বাসিত করেছিল ভারতীয় বোর্ড। মঙ্গলবার আরসিএ তাঁকে সভাপতি পদে পুনর্নির্বাচিত করায় ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে ফিরে আসছিলেন মোদী। ফলে আরসিএকেই সাসপেন্ড করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

Updated By: May 7, 2014, 09:01 AM IST

ললিত মোদীকে সভাপতি নির্বাচিত করায় রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সাসপেন্ড করল বিসিসিআই। ললিত মোদীকে আজীবন নির্বাসিত করেছিল ভারতীয় বোর্ড। মঙ্গলবার আরসিএ তাঁকে সভাপতি পদে পুনর্নির্বাচিত করায় ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে ফিরে আসছিলেন মোদী। ফলে আরসিএকেই সাসপেন্ড করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

গত সপ্তাহে বিভিন্ন কারণে স্থগিতাদেশ দেওয়ার পর ৬ মে নির্বাচনেক ফল প্রকাশের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। গত বছর ১‍৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি এনএম কাসলিওয়াল ও এসপি পাঠকের নডরদারিতে হয় ভোটগ্রহণ। ৩৩টি জেলা ইউনিট বন্ধ খামে ভোট প্রদান করে। এর আগে গত সেপ্টেম্বর মাসে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল আরসিএ যেন সোদীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেয়। তবু রাজস্থান স্পোর্টস অ্যাক্ট ২০০৫-এর সাহায্যে মোদী রামপাল শর্মার বিরুদ্ধে ভোটে লড়েন।

বিচারপতি এ আর দাভের বেঞ্চ মোদীর বিরুদ্ধে বিসিসিআই-এর আবেদন শোনার প্রতিশ্রুতি দিয়েছেন।

.