মাইক্রোফোনে এবার নাও শোনা যেতে পারে সুনীল গাভাসকরের গলা
Updated By: Sep 8, 2017, 09:49 AM IST
ওয়েব ডেস্ক: মাইক্রোফোনে এবার নাও শোনা যেতে পারে তাঁর গলা। কারণ স্বার্থ সংঘাতের জালে সুনীল গাভাসকর। ফলে ভারতের এই কিংবদন্তিকে কমেন্ট্রি ছাড়তে হতে পারে। বিসিসিআই তাঁকে জানিয়েছেন একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির অংশিদারিত্ব দখলে রেখে কমেন্ট্রি করা যাবে না। যা শুনে বেশ বিপাকে গাভাসকর। প্রথমে তিনি ভেবেছিলেন পরিবারের কাউকে তিনি কোম্পানির শেয়ার বিক্রি করে দেবেন। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি।
আরও পড়ুন এমন সম্মান গোটা ভারতে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে পেলেন ঝুলন গোস্বামী
বোর্ডের নির্দেশ পরিবারের বাইরে কোনও ব্যক্তিকে শেয়ার বিক্রি করতে হবে গাভাসকরকে। তবে কমেন্ট্রি ছাড়তে রাজি নন সানি। শোনা যাচ্ছে বোর্ডের নির্দেশ অনুযায়ী বাইরের কোনও ব্যক্তিকে শেয়ার বিক্রি করতে রাজি হয়েছেন তিনি।