ভারতীয় মহিলা-এ দলের বিদেশ সফর চালু করতে চলেছে বিসিসিআই
Updated By: Aug 29, 2017, 08:58 AM IST
ওয়েব ডেস্ক: মিতালিরাজ,ঝুলন গোস্বামীদের প্রস্তাব মেনে ভারতীয় মহিলা -এ দলের বিদেশ সফর চালু করতে চলেছে বিসিসিআই। ভাবনা শুরু হয়েছে মহিলা আইপিএলেরও। প্রশাসনিক কমিটির সদস্য ডায়না এডুলজির উপস্থিতিতে ভারতীয় দলের ভবিষ্যত রূপরেখা ঠিক করতে বসেছিল বিসিসিআই। সেই বৈঠকে ভারতীয় দলের বর্তমান অধিনায়ক মিতালিরাজ ও প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী বলেন ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক মধ্যে অনেক ফারাক।
আরও পড়ুন জানেন কেন চেতেশ্বর পুজারা অর্জুন পুরস্কার নিতে যাবেন না?
তাই ভারতীয় এ দলের বিদেশ সফর চালু করা উচিত। পাশাপাশি ভারতীয় সিনিয়র দলেরও এবছর আরও কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার ব্যবস্থা করা উচিত।বৈঠকে সকলেই মহিলা আইপিএল শুরুর জোরালো দাবি করেন।
আরও পড়ুন জানেন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সিন্ধু এবং সাইনাকে কত টাকা দিচ্ছে?