আইসিসিতে প্রতিনিধিত্ব করুক সৌরভ, চায় না শ্রীনি গোষ্ঠী
আইসিসিতে সৌরভ গাঙ্গুলি বোর্ডের প্রতিনিধিত্ব করবেন কি না, এই ইস্যুতে আড়াআড়ি দুভাগ হয়ে গিয়েছেন বোর্ড কর্তারা। বোর্ডের একাংশ চাইছে আইসিসিতে সৌরভকে পাঠানো হোক। শ্রীনিবাসন ঘনিষ্ট একাংশ আবার সৌরভকে বোর্ড প্রতিনিধি হিসাবে আইসিসিতে দেখতে চান না। সেই পরিপ্রেক্ষিতে সৌরভের বিরুদ্ধে ছকও কষতে শুরু করে দিয়েছেন শ্রীনি ঘনিষ্টরা। সৌরভের বিভিন্ন এন্ডোর্সমেন্ট নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন তারা। সম্প্রতি কিং ইলেভেন পঞ্জাবের একটি লজিসটিক্স কোম্পানির হয়ে বিজ্ঞাপন করছেন সৌরভ। সৌরভ সিএবি সভাপতির পাশাপাশি আইপিএল গভার্নিং কাউন্সিলের সদস্যও। বিরোধীদের প্রশ্ন এই দুটি পদে থাকা সত্বেও কিভাবে সৌরভ আইপিএলে একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিজ্ঞাপন করতে পারেন। একজন ক্রিকেট প্রশাসককে এন্ডোর্সমেন্ট থেকে বিরত থাকা উচিত বলে দাবি বিরোধীদের।
ব্যুরো: আইসিসিতে সৌরভ গাঙ্গুলি বোর্ডের প্রতিনিধিত্ব করবেন কি না, এই ইস্যুতে আড়াআড়ি দুভাগ হয়ে গিয়েছেন বোর্ড কর্তারা। বোর্ডের একাংশ চাইছে আইসিসিতে সৌরভকে পাঠানো হোক। শ্রীনিবাসন ঘনিষ্ট একাংশ আবার সৌরভকে বোর্ড প্রতিনিধি হিসাবে আইসিসিতে দেখতে চান না। সেই পরিপ্রেক্ষিতে সৌরভের বিরুদ্ধে ছকও কষতে শুরু করে দিয়েছেন শ্রীনি ঘনিষ্টরা। সৌরভের বিভিন্ন এন্ডোর্সমেন্ট নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন তারা। সম্প্রতি কিং ইলেভেন পঞ্জাবের একটি লজিসটিক্স কোম্পানির হয়ে বিজ্ঞাপন করছেন সৌরভ। সৌরভ সিএবি সভাপতির পাশাপাশি আইপিএল গভার্নিং কাউন্সিলের সদস্যও। বিরোধীদের প্রশ্ন এই দুটি পদে থাকা সত্বেও কিভাবে সৌরভ আইপিএলে একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিজ্ঞাপন করতে পারেন। একজন ক্রিকেট প্রশাসককে এন্ডোর্সমেন্ট থেকে বিরত থাকা উচিত বলে দাবি বিরোধীদের।