দঃ-আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজের মহিলা ক্রিকেট দল ঘোষণা BCCI-এর
একদিনের সিরিজে দলের অধিনায়কত্ব করবেন মিতালি রাজ ও টি-২০ তে দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কর।
নিজস্ব প্রতিবেদন – ভারতের মহিলা ক্রিকেট দলের আসন্ন দঃ-আফ্রিকা সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। মার্চের ৭ তারিখে প্রথম একদিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই সিরিজ। একদিনের সিরিজে দলের অধিনায়কত্ব করবেন মিতালি রাজ ও টি-২০ তে দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কর।
তবে দলের অভিজ্ঞ পেস বোলার শিখা পান্ডেকে দুটি দল থেকেই বাদ দেওয়া হয়েছে। এছাড়াও উইকেটরক্ষক তানিয়া ভাটিয়াকেও ব্যাট হাতে খারাপ প্রদর্শনের জন্য দল থেকে বাদ পড়তে হয়েছে। মারকাটারি ওপেনার শেফালি বর্মা টি-২০ দলে থাকলেও নেই একদিনের দলে।
সিরিজে মোট ৫টি একদিনের ম্যাচ ও ৩টি টি-২০ ম্যাচ খেলবে এই দুই দল। লক্ষ্ণৌতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারত-রত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ীর নামাঙ্কিত স্টেডিয়ামে খেলা হবে এই সিরিজ। একদিনের সিরিদের ম্যাচগুলি হবে যথাক্রমে ৭, ৯, ১২, ১৪ ও ১৭ই মার্চ। ২০শে মার্চ থেকে শুরু টি২- সিরিজ। ২১ ও ২৩ তারিখ বাকি ম্যাচগুলি হবে।