সেপ্টেম্বরেই হবে 'মিনি আইপিএল' কিংবা 'বিদেশি আইপিএল '
আগামী সেপ্টেম্বরেই শুরু হতে চলেছে মিনি আইপিএল অথবা 'বিদেশি আইপিএল'! এমনটাই আজ ঘোষনা করে দিল বিসিসিআই। বিসিসিআই কর্তা অনুরাগ ঠাকুর আজ বলেছেন, 'এ বছরের সেপ্টেম্বর মাসে বিসিসিআই মিনি আইপিএল অথবা বিদেশে আইপিএল আয়োজন করবে। আইপিএলে যে আটটি দল খেলে, সেই আটটি দলের সবাইকেই খেলতে দেখা যাবে সেই প্রতিযোগিতায়। তবে, আইপ্এলের মতো এই প্রতিযোগিতা হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে হবে না। হবে, ছোট ফর্মাটে। দুই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে প্রতিযোগিতা।'
ওয়েব ডেস্ক: আগামী সেপ্টেম্বরেই শুরু হতে চলেছে মিনি আইপিএল অথবা 'বিদেশি আইপিএল'! এমনটাই আজ ঘোষনা করে দিল বিসিসিআই। বিসিসিআই কর্তা অনুরাগ ঠাকুর আজ বলেছেন, 'এ বছরের সেপ্টেম্বর মাসে বিসিসিআই মিনি আইপিএল অথবা বিদেশে আইপিএল আয়োজন করবে। আইপিএলে যে আটটি দল খেলে, সেই আটটি দলের সবাইকেই খেলতে দেখা যাবে সেই প্রতিযোগিতায়। তবে, আইপ্এলের মতো এই প্রতিযোগিতা হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে হবে না। হবে, ছোট ফর্মাটে। দুই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে প্রতিযোগিতা।'
তবে, এই মিনি আইপিএল কবে থেকে শুরু হবে। কবে পর্যন্ত হবে, এসব আজই কিছু সিদ্ধান্ত হয়নি বিসিসিআইয়ের আজকের ওয়ার্কিং কমিটিং মিটিংয়ে। খুব শীঘ্রই সেগুলো আলোচনা করে জানিয়ে দেওয়া হবে। যা নিয়ে ইতিমধ্যে কৌতুহল দেখা দিয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।