শাকিবের নিরাপত্তায় এবার 'গানম্যান' নিয়োগ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

তাই শাকিবের সুরক্ষায় বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Nov 18, 2020, 06:12 PM IST
শাকিবের নিরাপত্তায় এবার 'গানম্যান' নিয়োগ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: বিদেশি কোচদের সার্বিক নিরাপত্তায় সশস্ত্র নিরাপত্তাকর্মী আগেই নিয়োগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  এবার শাকিব আল হাসানের জন্যও গানম্যান নিয়োগ করল বিসিবি। বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সৈনিককে দেখা যায় শাকিবকে নিরাপত্তা দিতে।

সম্প্রতি কলকাতায় দীপাবলির একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে শাকিব যোগ দেওয়ায়, ফেসবুক লাইভে তাঁকে কুপিয়ে খুনের হুমকি দেন মহসিন তালুকদার নামে সিলেটের এক ব্যক্তি। মঙ্গলবার সুনামগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ওই ঘটনার পরই সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই শাকিবের সুরক্ষায় বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, "বিষয়টি উদ্বেগজনক। এমন কোন ধরনের বিষয় কখনও কাঙ্ক্ষিত নয়। আমরা জানার পরই ব্যবস্থা নিয়েছি।" শাকিবের সঙ্গে থাকা সশস্ত্র নিরাপত্তাকর্মী আগে জাতীয় দলের সাউথ আফ্রিকান হেড কোচ রাসেল ডোমিঙ্গোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ছুটি কাটাতে কোচ নিজের দেশে থাকায় মোতালেবকে শাকিবের সুরক্ষায় নিযুক্ত করেছে বিসিবি।

 

আরও পড়ুন -  বিশ্বকাপের বাছাই পর্বে উরুগুয়েকে হারিয়ে লাতিন আমেরিকায় শীর্ষে ব্রাজিল

.