India Vs Bangladesh:খুনের মামলা দিয়েও ভারতের মাঠে যুদ্ধজয়ে বাংলাদেশের ভরসা সেই সাকিব-ই! টিম ঘোষণা..

পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়। বাংলাদেশের ক্রিকেট দলের পরবর্তী গন্তব্য ভারত। এদেশে দু'টি টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আসছেন লিটন-মুমিনুলরা। গত কয়েকদিন ধরেই অনুশীলন চলছিল পুরোদমে। দল ঘোষণা না হলেও, অনুশীলনে ছিলেন সম্ভাব্য সকলেই। ভারতের বিমান কারা উঠছেন? অবশেষে জানা গেল আজ, বৃহস্পতিবার।  

Updated By: Sep 12, 2024, 06:39 PM IST
India Vs Bangladesh:খুনের মামলা দিয়েও ভারতের মাঠে যুদ্ধজয়ে বাংলাদেশের ভরসা সেই সাকিব-ই! টিম ঘোষণা..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনার মতোই খুনের মামলায় অভিযুক্ত তিনিও। কিন্তু ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ভরসা সেই সাকিব আল হাসানই! টেস্ট সিরিজের ১৬ জনের দল ঘোষণা করা হল।

আরও পড়ুন:  EXPLAINED | Bangladesh Cricket: হাসিনার পতনের পরই ধস...পদ্মাপারের ক্রিকেটে কেন পরপর পদত্যাগ? সুজনও ছাড়লেন দায়িত্ব!

পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়। বাংলাদেশের ক্রিকেট দলের পরবর্তী গন্তব্য ভারত। এদেশে দু'টি টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আসছেন লিটন-মুমিনুলরা। গত কয়েকদিন ধরেই অনুশীলন চলছিল পুরোদমে। দল ঘোষণা না হলেও, অনুশীলনে ছিলেন সম্ভাব্য সকলেই। ভারতের বিমান কারা উঠছেন? অবশেষে জানা গেল আজ, বৃহস্পতিবার।

ভারতের বিরুদ্ধে বাংলাদেশে টেস্ট টিম
---
নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান এবং খালেদ আহমেদ।

চোটের কারণে ভারতের বিরুদ্ধে টেস্ট দল থেকে ছিটকে গেলেন শরিফুল ইসলাম। বাকি টিম অপরিবর্তিত। পাকিস্তানে বিরুদ্ধে সিরিজে যাঁরা ছিলেন, ভারতের বিরুদ্ধে টেস্ট টিমে থাকছেন তাঁরা সকলেই।

সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ সেপ্টেম্বর চেন্নাইয়ে পৌঁছে যাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। ১৯ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট চেন্নাইয়েই। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর  ৬, ৯ ও ১২ অক্টোবর টি-টোয়েন্টি ম্যাচ। সেই সিরিজের জন্য অবশ্য এখন দল ঘোষণা করেনি  বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি।

আরও পড়ুন:  Rohit Sharma | IND vs BAN: বাংলাদেশ কাঁপবে যে খবরে! প্রায় ১০৯৫ দিন পর ফের ঘটে গেল, ICC রোহিতকে জানাল..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.