চট্টগ্রামে ইতিহাস সৃষ্টি করে Bangladeshকে হারাল West Indies
২১০ রানে ভর করে ৭ উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেন ক্রেগ ব্রেইথওয়েটের ছেলেরা।
নিজস্ব প্রতিবেদন: রবিবার চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ (Bangladesh vs West Indies)। প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে ৩৯৫ রান তাড়া করতে নামে কাইল মেয়ার্সরা। ২১০ রানে ভর করে ৭ উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেন ক্রেগ ব্রেইথওয়েটের ছেলেরা।
ঘরের মাঠে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২২৩ রান করে ডিক্লেয়ার করে দেয়। ওয়েস্ট ইন্ডিজের (Bangladesh vs West Indies) সামনে বিশাল ৩৯৫ রানের লক্ষ্যমাত্রা খাঁড়া করে বাংলাদেশ। ব্রেইথওয়েটরা টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বাধিক রান তাড়া করে জেতার রেকর্ড গড়ে ফেলেন। ক্রুমা বোনারের সঙ্গে পার্টনারশিপে ২১৬ রান যোগ করেন মেয়ার্স। প্রায় দ্বিতীয় সারির এই দল নিয়ে জেতার পর আইসিসির তরফ থেকে টুইট করে সাধুবাদ জানানো হয়।
বার্বাডোজের ২৮ বছরের তরুণ মেয়ার্স মাত্র ৩১০ বলে ২১০ রান করেন। মারেন ২০টি চার ও ৭টি ছয়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে দ্বিশতরান করা ষষ্ঠ ক্রিকেটার হলেন তিনি। নিশ্চিতভাবেই তিনি ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হন।