WATCH | IND vs BAN: ৩৫ ওভারেই কানপুরে দিন শেষ! স্টেডিয়ামে আক্রান্ত হয়ে হাসপাতালে টাইগার রবি
India vs Bangladesh 2nd Test Day 1 Highlights: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বাধ সাধল আবহাওয়া! মন্দ আলো এবং তুমুল বৃষ্টির কারণে ৩৫ ওভারের পরেই হয়ে গেল স্টাম্পস!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-বাংলাদেশ (IND vs BAN) দু' ম্যাচের টেস্ট সিরিজের, দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হয়েছে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে। শুক্রবার খেলার প্রথম দিনের যবনিকা পতন হল ৩৫ ওভারের পরেই! মধ্য়হ্ণ ভোজের বিরতির ঠিক পরেই খেলা বন্ধ হয়ে যায়। প্রথম সেশনের পর আর মাত্র পাঁচ ওভারই করা গেল।
আবহাওয়ার পূর্বাভাস ছিলই যে, শুক্র- রবি, টানা তিনদিন কানপুর থাকবে মেঘাচ্ছন্ন! ভিলেন হতে চলেছে সেই বৃষ্টি! জানা গিয়েছিল প্রথম দিন ১০০ শতাংশ মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। সকালের দিকে ৬৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনাও ছিল। মন্দ আলো এবং তুমুল বৃষ্টির জোড়া দাপটেই কানপুরে প্রথম দিনের খেলা শেষপর্যন্ত গড়াল না।
আরও পড়ুন: 'কানপুরই আমার শেষ...'! বাঘের সে কী হুঙ্কার! পদ্মাপারের অভিমানে এদেশেই অবসর...
এদিন টস জিতে রোহিত শর্মা ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানিয়ে ছিলেন নাজমুল হোসেন শান্তদের। বাংলাদেশ দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে। দুই ওপেনার জাকির হাসান (০) ও শাদমান ইসলাম (২৪) শিকার হন আকাশ দীপের। চারে নামা অধিনায়ক শান্ত ৩১ রান করে ফিরে যান। রবিচন্দ্রন অশ্বিনের শিকার হয়েছেন তিনি। ক্রিজে আছেন-মোমিনুল হক (৪০) ও মুশফিকুর রহিম (৬)।
এদিন আবার একটি দুর্ঘটনার খবরও পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, বাংলাদেশের সুপার ফ্য়ান টাইগার রবি কয়েকজন ভারতীয় সমর্থকদের হাতে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছে রবির নাম। তিনি বাংলাদেশের প্রতি ম্য়াচেই স্টেডিয়ামে থাকেন। নিজেকে বাঘের মতো রাঙিয়ে সাকিবদের জন্য় গলা ফাটান। খুবই চেনা মুখ রবি। তিনি অভিযোগ করেছেন যে, তাঁকে পিঠে এবং তলপেটে মারা হয়েছে। আক্রান্ত রবিকে সঙ্গে সঙ্গেই পুলিস হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিয়েছে।
আরও পড়ুন: যোগীরাজ্যে 'আন্নার' ইতিহাস সময়ের অপেক্ষা, এই ৬ রেকর্ড ভাঙতে চলেছেন ধ্বংসের কারিগর
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)