Fact Check | Liton Das's House On Fire? পদ্মাপারের হিন্দু ক্রিকেটারের বাড়িতে আগুন! যে খবর ছড়াচ্ছে তা কি আদৌ ঠিক? জানুন বিশদে

Liton Das's House On Fire? হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে কি ইসলামপমন্থীরা আগুন ধরিয়ে দিয়েছে? যে খবর ছড়াচ্ছে তা কি আদৌ ঠিক?

Updated By: Aug 6, 2024, 02:25 PM IST
Fact Check | Liton Das's House On Fire? পদ্মাপারের হিন্দু ক্রিকেটারের বাড়িতে আগুন! যে খবর ছড়াচ্ছে তা কি আদৌ ঠিক? জানুন বিশদে
হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে কি ইসলামপমন্থীরা আগুন ধরিয়ে দিয়েছে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অগ্নিগর্ভ বাংলাদেশ। অশান্তির আগুনে জ্বলছে পদ্মাপার (Bangladesh Political Crisis)। কোটা আন্দোলনের (Bangladesh quota reform movement) জেরে শেষপর্যন্ত প্রধানমন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ (Bangladesh) ছেড়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। এবার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে চলেছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে একাধিক ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে নেটদুনিয়ায়। সুনন্দা রায় নামের এক মহিলা, তাঁর এক্স হ্য়ান্ডেলে একটি জ্বলন্ত বাড়ির সঙ্গে জুড়ে দিয়েছেন সেই দেশের তারকা উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের (Liton Das) ছবি। সুনন্দা লেখেন, 'ইনি লিটন দাস, বাংলেদেশি ক্রিকেটার। তিনি জাতীয় নায়ক। ইসলামপমন্থীরা তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাংলাদেশের একজন অভিজাত হিন্দুর এই অবস্থা। তাহলে সাধারণ হিন্দুদের অবস্থা একবার কল্পনা করুন।' এর সঙ্গেই সুনন্দা জুড়ে দিয়েছেন  #SaveBangladeshiHindus

আরও পড়ুন: অশান্তির আগুনে জ্বলন্ত বাংলাদেশ, পদ্মাপারে আদৌ হবে বিশ্বকাপ! সাফ জানিয়ে দিল ICC

সুনন্দার এই পোস্ট তিন লক্ষের উপর মানুষের কাছে পৌঁছে গিয়েছে। বহু মানুষই ভেবে নেন যে, তাহলে লিটনের বাড়িতেও আগুন ধরানো হয়েছে। ঘটনাচক্রে সুনন্দা যে জ্বলন্ত বাড়ির ছবি পোস্ট করেছেন সেই বাড়ি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার। অবসর নেওয়ার পর, রাজনীতিতে যোগ দিয়েছেন মোর্তাজা। চলতি বছরের শুরুতেই সাধারণ নির্বাচন হয়েছে বাংলাদেশে। নড়াইল-২ আসন থেকে ফের আওয়ামী লিগের সাংসদ নির্বাচিত হয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সম্প্রতি দেশে জন আন্দোলনকে যখন সমর্থন জানিয়েছেন বাংলাদেশের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা, তখন নীবর ছিলেন মোর্তাজা। হাসিনা সরকারের পতনের পর নড়াইলে মোর্তাজার বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিলেন আন্দোলনকারীরা। এটাই হচ্ছে আসল ঘটনা। লিটনের বাড়িতে এখনও পর্যন্ত আগুন ধরানোর কোনও ঘটনার কথা জানা যায়নি। ফলে সুনন্দার ভাইরাল পোস্টটি সম্পূর্ণ ভুয়ো।  মোশরাফির ছোট ভাই মোরসালিন বলছেন, 'কথা বলার অবস্থায় আমরা নেই। কিছুই ভালো নেই'।  অন্য়দিকে সাংসদ সাকিব আল হাসানের কার্যালয় জ্বালিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। রিভার্স ইমেজ সার্চ ও গুগল লেন্সের মতো টুলের সাহায্য নিয়েই লিটনের বাড়িতে আগুনের ধরানোর খবরের সত্য়তার সন্ধান করা হয়েছে। তখনই দুধ এবং জল আলাদা হয়ে গিয়েছে। যে ভুয়ো খবর ছড়াচ্ছে তা একেবারেই ভুল।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.