South Africa vs Bangladesh: সেঞ্চুরিয়নে ধরাশায়ী প্রোটিয়ারা, দক্ষিণ আফ্রিকায় প্রথম সিরিজ জয় বাংলাদেশের
ইতিহাসে শাকিব আল হাসানরা।
নিজস্ব প্রতিবেদন: প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কাজে এল না। সেঞ্চুরিয়নের হার মানল প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার একদিনের সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ।
এদিন টসে জিতেছিল দক্ষিণ আফ্রিকাই। প্রথম উইকেটে উঠে গিয়েছিল ৪৬ রান। কিন্তু ও কুইন্টন ডি’কক প্যাভিলিয়নে ফেরার পরই ধস দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে। বাংলাদেশের বোলারদের সামনে কার্যত দাঁড়াতেই পারলেন না দলের কোনও ব্যাটার। সর্বোচ্চ ৩৯ রান করলেন জানেমন মালান। আর কেশব মহারাজের সংগ্রহ ২৮ রান। ৩৭ ওভারে মাত্র ১৫৪ রানেই শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। একদিনের ক্রিকেটা এটা তাদের তৃতীয় সর্বনিম্ম রান।
Bangladesh won by 9 wickets.#BCB #cricket #SAvBAN pic.twitter.com/XNQ22JtW7r
— Bangladesh Cricket (@BCBtigers) March 23, 2022
Taskin Ahmed leads the way with a five wicket haul as Bangladesh bowl out the hosts for 154 in the 3rd ODI at Centurion.
PHOTO CREDIT: Cricket South Africa #BCB #Cricket #SAvBAN pic.twitter.com/7d0fXdWsKb
— Bangladesh Cricket (@BCBtigers) March 23, 2022
বাংলাদেশের হয়ে একাই ৫ উইকেট নিলেন তাসকিন আহমেদ। ২ উইকেট শাকিব আল হাসানের। একটি করে উইকেট পেলেন শোরিফুল ইসলাম এবং মেহদি হাসান। ব্যাট হাতে দাপট দেখালেন মিম ইকবাল এবং লিটন দাস। মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে বাংলাদেশ।