ডাচদের হারাতে তামিমকে অতি মানব হতে হল
বাংলাদেশ- 153/7
নেদারল্যান্ডস- 145/7
ওয়েব ডেস্ক: জয় দিয়ে টি২০ বিশ্বকাপে যোগ্যতাঅর্জন পর্বের খেলা শুরু করল বাংলাদেশ। ধরমশালায় নেদারল্যান্ডকে ৮ রানে হারিয়ে মুলপর্বে ওঠার পথে একধাপ এগোল এশিয়া কাপের রানার্সরা। তবে জয়টা সহজে এল না। টেস্ট খেলিয়ে দেশ বাংলাদেশকে বেশ বেগ দিল ডাচরা।
এদিন, বাংলাদেশের নায়ক তামিম ইকবাল। এশিয়া কাপে পেসার মুস্তাফিজুরের চোটের পর যাকে দলে নেওয়া হয়। পেসারের পরিবর্তে কেন ওপেনার তামিমকে নেওয়া হল তা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাংলাদেশের নির্বাচকদের। সব সমালোচনার জবাব আজ দিলেন তামিম। ৫৮ বলে তামিমের ৮৩ রানের ইনিংসটাই শেষ অবধি জয় পরাজয়ে ব্যবধান হয়ে দাঁড়াল।
এশিয়া কাপে যে বাংলাদেশকে দেখা যাচ্ছিল, টি২০ বিশ্বকাপের শুরুতে তাদের কিন্তু তেমন দেখাল না। মুলপর্বে জিততে হলে আইরিশদের হারাতেই হবে, এদিনের ডাচরা প্রমাণ করল বাংলাদেশকে বেগ দেওয়ার ক্ষমতা টেস্ট না খেলিয়ে দেশদের আছে। জয়ের জন্য ১৫৩ রান তাড়া করতে নেমে ১১ ওভার পর্যন্ত সমানে টক্কর দিতে থাকে কমলা বাহিনী। তবে শেষের দিকে অনভিজ্ঞতা ফ্যাক্টর ব্যবধান হয়ে দাঁড়াল। বাংলাদেশের পরবর্তী ম্যাচ শুক্রবার, আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ওই ম্যাচ জিতলেই মূলপর্ব কার্যত নিশ্চিত সাকিব, মুশফিকুরদের।