Virat Kohli and Babar Azam, IND vs PAK : হারলেও চিরপ্রতিদ্বন্দ্বী দেশের অধিনায়ক বাবর আজমে মজে 'কিং কোহলি'

Virat Kohli and Babar Azam, IND vs PAK : দুই দেশের মধ্যে সীমান্ত সন্ত্রাস বন্ধ হওয়ার নাম নেই। সেইজন্য রাজনৈতিক চাপানউতোর বেড়েই চলেছে। দুই প্রতিবেশী দেশের সমস্যার জন্য সেই ২০১২-১৩ মরসুম থেকে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ।  

Updated By: Sep 5, 2022, 03:56 PM IST
Virat Kohli and Babar Azam, IND vs PAK : হারলেও চিরপ্রতিদ্বন্দ্বী দেশের অধিনায়ক বাবর আজমে মজে 'কিং কোহলি'
দুই তারকার বন্ধুত্ব এখনও অটুট। ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার বাবর আজমের (Babar Azam) প্রশংসায় পঞ্চমুখ বিরাট কোহলি (Virat Kohli)। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন পাকিস্তানের (Pakistan) অধিনায়ক। সব ফরম্যাটে বিপক্ষের বোলিংকে বুঝে নিচ্ছেন এই টপ অর্ডার। ফলে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তাঁর অহরহ তুলনা চলছেই। তবে টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন এই তুলনাকে পাত্তা দিতে রাজি নন। বরং বাবরের ব্যাটিং এবং শিখতে চাওয়ার মানসিকতায় মজে রয়েছেন 'কিং কোহলি'। 

রবিবার সুপার ফোরের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের কাছে ৫ উইকেটে যায় ভারতীয় দল। তবে পাক বাহিনী জিতলেও অধিনায়কের ব্যাটে রান নেই। চলতি এশিয়া কাপের তিন ম্যাচে এখনও পর্যন্ত যথাক্রমে ১০, ৯ ও ১৪ রান করেছেন বাবর। তাঁকে চেনা ছন্দে দেখা যাচ্ছে না। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন বিরাট। সেখানে বাবরের অফ ফর্ম নিয়ে প্রশ্ন করা হয়েছিল। বিরাট বলেন, 'বাবর দারুণ মনে ছেলে। আমার সঙ্গে যতবার দেখা হয়েছে, আমরা খুব ভালভাবে কথা বলেছি। ওর সঙ্গে কথা বলতে ভাল লাগে। ওকে দেখলেই সম্মান ঝরে পড়ে। বাবরের আর একটা ভাল গুণ হল ও সবসময় শিখতে চায়। সেইজন্য তিন ফরম্যাটেই দাপটের সঙ্গে খেলে চলেছে। ২০১৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জেতার পর ওর সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলাম। সেই মুহূর্তগুলো সবসময় মনে পড়ে।' 

আরও পড়ুন: Arshdeep Singh, IND vs PAK : খালিস্তান দলে খেলতেন অর্শদীপ! তরুণকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কেন্দ্রের রোষে Wikipedia

আরও পড়ুন: Rohit Sharma, Asia Cup 2022 : পাকিস্তানের বিরুদ্ধে হারের পরেও কোন অঙ্কে ফাইনালে যেতে পারে রোহিতের ভারত?

দুই দেশের মধ্যে সীমান্ত সন্ত্রাস বন্ধ হওয়ার নাম নেই। সেইজন্য রাজনৈতিক চাপানউতোর বেড়েই চলেছে। দুই প্রতিবেশী দেশের সমস্যার জন্য সেই ২০১২-১৩ মরসুম থেকে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। যদিও বিরাট মনে করেন দুই দেশের রাজনৈতিক সমস্যা দুই দলের ক্রিকেটারদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি। সেটা চলতি এশিয়া কাপে অনুশীলন থেকে শুরু করে ম্যাচ, সব জায়গায় দেখা গিয়েছে। 

তাই বিরাট ফের যোগ করলেন, 'শুধু বাবর নয়, পাকিস্তানের অন্য ক্রিকেটারদের সঙ্গেও আমার দারুণ বন্ধুত্ব। ওরাও আমাদের সঙ্গে ভাল ভাবেই কথা বলছে। আসলে দুই তরফে সম্মান বজায় রয়েছে বলেই আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। যদিও আমাদের বন্ধুত্ব মাঠের বাইরে। বাইশ গজের যুদ্ধে আমরা, দুই দলের ক্রিকেটাররাই জেতার জন্য মাঠে নামি।' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.