Mohammad Rizwan: ম্যাচের পরেই হাসপাতালে রিজওয়ান! বলছেন 'হার্দিক মন্ত্রে'ই এসেছে সাফল্য

'ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় স্পেশ্যাল। এমন নয় যে, এই ম্যাচ শুধু ভারত-পাকিস্তানের মানুষই দেখেন, সারা বিশ্বের লোক এই ম্যাচ দেখে। এজন্যই এত স্পেশ্যাল। ভারত-পাকিস্তান ম্যাচের মূল্যায়ন আমার কাছে ফাইনালের মতোই।' 

Updated By: Sep 5, 2022, 03:50 PM IST
Mohammad Rizwan: ম্যাচের পরেই হাসপাতালে রিজওয়ান! বলছেন 'হার্দিক মন্ত্রে'ই এসেছে সাফল্য
মাঠে যন্ত্রণায় কাতরাচ্ছেন রিজওয়ান

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চলতি এশিয়া কাপে (Asia Cup 2022) সুপার ফোরের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পাঁচ উইকেটে হারিয়েছে পাকিস্তান ( IND vs PAK)। ভারতের ১৮১ রান তাড়া করে দেশকে জেতানোয় বিরাট অবদান রেখেছেন পাক উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। ৫১ বলে ঝকঝকে ৭১ রানের ইনিংস খেলেন পাক তারকা। কিন্তু ম্যাচ জেতার পর দলের সেলিব্রেশনের শরিক হতে পারেননি রিজওয়ান। চোটের জন্য তাঁকে ছুটতে হয়েছিল হাসপাতালে। রিজওয়ানের এমআরআই স্ক্যান হবে বলেই জানা যায়। তবে তাঁর চোট কতটা গুরুতর, সে ব্যাপারে এখনও কোনও আপডেট পাওয়া যায়নি। 

পাক মিডিয়া জানাচ্ছে যে, মহম্মদ হাসনাইনের বাউন্সার ধরতে গিয়েই রিজওয়ান চোট পেয়েছেন। ল্যান্ড করার সময় বেকায়দায় তাঁর ডান পায়ে লেগে যায়। আগামী ৭ সেপ্টেম্বর পাকিস্তান খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। এখন দেখার রিজওয়ান ফিট হয়ে মাঠে নামতে পারেন কিনা! যদিও ম্যাচের পর রিজওয়ান বলেছেন, 'আমার পায়ের পাতা ঠিকই আছে। তবে পরে ভাল আইডিয়া পাব। সত্যি বলতে দারুণ লাগছে। পাকিস্তানের জয়ের চেয়ে ভাল কিছু হতে পারে না। ' দেখতে গেলে এশিয়া কাপে পাকিস্তান মিনি হাসপাতালে পরিণত হয়েছে। টুর্নামেন্টের আগেই চোটের জন্যই ছিটকে গিয়েছিলেন স্টার পেসার শাহিন আফ্রিদি, মহম্মদ ওয়াসিম ও শাহনাওয়াজ দাহানি।

আরও পড়ুন: Arshdeep Singh, IND vs PAK : খালিস্তান দলে খেলতেন অর্শদীপ! তরুণকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কেন্দ্রের রোষে Wikipedia

ভারত-পাক ম্যাচের প্রসঙ্গে রিজওয়ান বলেন, 'ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় স্পেশ্যাল। এমন নয় যে, এই ম্যাচ শুধু ভারত-পাকিস্তানের মানুষই দেখেন, সারা বিশ্বের লোক এই ম্যাচ দেখে। এজন্যই এত স্পেশ্যাল। ভারত-পাকিস্তান ম্যাচের মূল্যায়ন আমার কাছে ফাইনালের মতোই। খেলোয়াড়রা নিজেদের নিংড়ে দেয় এই ম্যাচে। আজ পাকিস্তান জিতেছে। এর চেয়ে ভাল অনুভূতি আর কী হতে পারে। আমি এবং ক্যাপ্টেন ঠিকই করেছিলাম যে, নতুন বোলারদের আমরা টার্গেট করব। নতুন বলেই রান তুলব। আমাদের মধ্যে অনেকেই লম্বা ইনিংস খেলেছে অতীতে। গত ম্যাচে যেমন হার্দিক পাণ্ডিয়া বলেছিলেন, ওর খুব সহজ থাকার চেষ্টা করেছিল। আমিও সেই চেষ্টাই করেছিলাম। আমি লুজ বলের ফায়দা নেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা জানি যে, আমাদের ব্যাটিংয়ে গভীরতা রয়েছে। পাওয়ার হিটিংয়ের মাধ্যমে শেষ চার ওভারে ৪৫-৪৮ রান তোলার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। খুব একটা আতঙ্কিত ছিলাম না। ' এখন দেখার রিজওয়ান ফিট হয়ে পরের ম্যাচে নামেন কিনা!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.