দু'হাত ভরে দিয়েছে ইডেন! অভিষেক শতরান মনে করে নস্টালজিক আজহারউদ্দিন

ইডেনে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন আজহার। বরাবরই ইডেন আজ্জুর পয়মন্ত মাঠ। 

Updated By: Nov 22, 2019, 11:02 PM IST
দু'হাত ভরে দিয়েছে ইডেন! অভিষেক শতরান মনে করে নস্টালজিক আজহারউদ্দিন

সুখেন্দু সরকার : অনেকে বলেন, রোহিত শর্মার ইডেন। বলার কারণও আছে। রোহিত শর্মার প্রতি সব সময় উদার থেকেছে ইডেন। তবে রোহিতের অনেক আগেই আরও একজনকে দুহাত ভরে দিয়েছে ইডেন। তিনি মহম্মদ আজহারুদ্দিন। ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট উপলক্ষ্যে ইডেনে এসেছেন মহম্মদ আজহারুদ্দিন। এই ইডেনে তাঁর ক্রিকেট কেরিয়ারের অসংখ্য স্মৃতি। সব যেন এক ঝটকায় তাঁর চোখের সামনে ভেসে উঠছিল। নস্টালজিক হয়ে পড়ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

ইডেনে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন আজহার। বরাবরই ইডেন আজ্জুর পয়মন্ত মাঠ। আর তাই ইডেনের বরপুত্র বলা হয় আজহারকে। ইডেনে প্রথম টেস্ট খেলার সময় যে অনুভূতি হয়েছিল, এত বছর পরও ক্রিকেটের নন্দন-কাননে এসেও আজহার যেন একইরকম আবেগপ্রবণ। আজহার বললেন, ''টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করছি এখানে এসে। ইডেন, কলকাতার দর্শক সেই একই রকম আছে। কিছুই দেখছি বদলায়নি।'' দেশের মাটিতে প্রথম গোলাপি বলের টেস্ট নিয়ে রীতিমতো উচ্ছসিত আজহার। তবে তাঁর মতে, পিঙ্ক বলে টেস্ট খেলার অভ্যাসটা চালিয়ে যেতে হবে টিম ইন্ডিয়াকে। বছরে একটা বা দুটো টেস্ট খেলে থেমে থাকলে চলবে না। আরও বেশি করে গোলাপি বলে টেস্ট খেলতে হবে। 

আরও পড়ুন-  চোট পেলেন বাংলাদেশের নাঈম, মানবিকতার উদাহরণ রেখে গেলেন ক্যাপ্টেন কোহলি

ছেলেকে নিয়ে দেশের মাটিতে প্রথম গোলাপি বলে টেস্ট তারিয়ে উপভোগ করে গেলেন আজহার। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার খালেদ মাসুদদের সঙ্গেও এদিন দেখা হয়ে গেল তাঁর। উঠে এল কত স্মৃতি! কত পুরনো কথা! নিজেদের সময়ের ক্রিকেটীয় আলোচনায় হারিয়ে গেলেন আজহার-মাসুদরা। ক্রিকেটীয় আলোচনায় মুখরিত হল ইডেন। 

.