Axar Patel | BGT 2023: 'কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন'! কেন সাংবাদিককে এই কথা বললেন অক্ষর?

Axar Patel on Missing Three Potential Hundreds in Border Gavaskar Trophy: একবার নয়, একই সিরিজে পরপর তিনবার সেঞ্চুরির মুখ থেকে ফিরতে হয়েছে অক্ষর প্যাটেলকে! এবার এই সুযোগ হাতছাড়া নিয়ে বড় করা বলে দিলেন গুজরাতের তারকা অলরাউন্ডার।

Updated By: Mar 12, 2023, 08:29 PM IST
Axar Patel | BGT 2023: 'কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন'! কেন সাংবাদিককে এই কথা বললেন অক্ষর?
অক্ষর-কোহলির যুগলবন্দি। ছবি-বিসিসিআই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বর্ডার-গাভাসকর (BGT 2023) নাগপুরে ৭৪, দিল্লিতে ৮৪-র পর আহমেদাবাদে ৭৯। সেঞ্চুরির কাছে এসেও শতরান করা হয়নি তাঁর। একবার নয়, পরপর তিনবার। তিন অংকের রান করা হল না অক্ষর প্যাটেলের। রবিবার আহমেদাবাদের টেস্টের চতুর্থ দিনের শেষে সাংবাদিক বৈঠকে এসেছিলেন গুজরাতের স্টার অলরাউন্ডার। কথা বললেন তাঁর আক্ষেপ নিয়ে। জানালেন এর মধ্যেও কোথায় তিনি পেয়েছেন পজিটিভিটি। পাশাপাশি অক্ষর জানিয়ে দিয়েছেন যে, কী হতে চলেছে আহমেদাবাদ টেস্টের ভবিতব্য! এদিন অক্ষর হাসতে হাসতে বলেন, 'আপনি কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন'! আমি জানি যে যে সুযোগ আমি হাতছাড়া করেছি, তা হয়তো বারবার আসবে না। বড় রান করা উচিত ছিল। তবে এর মধ্যে পজিটিভ দিক হচ্ছে যে, আমি যেভাবে ব্যাট করতে চেয়েছিলাম, সেভাবেই পেরেছি। দলের প্রয়োজনে ভালো পার্টনারশিপ গড়তে পেরেছি। আমি যা বলেছেন, তা আমি ভেবেছি বটে। তবে এখন এই নিয়ে ভাবছি না। তবে যখন হোটেলের ঘরে ফিরে যাব, তখন বেশি করে ভাবব।' 

ষষ্ঠ উইকেটে অক্ষর-কোহলি এদিন জুটি বেঁধে ১৬২ রান যোগ করেন স্কোরবোর্ডে। বিরাটের সঙ্গে ব্যাট করার প্রসঙ্গে অক্ষর বলেন, 'কোহলির সঙ্গে ব্যাট করার প্রসঙ্গে অক্ষর বলেন, 'যখন বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাট করছিলাম, তখন দলের থেকে নির্দিষ্ট কোনও বার্তা ছিল না। বিরাট বলেছিল, ইতিবাচক ভাবে খেলা চালিয়ে যেতে। একবার যখন সেট হয়ে যাই, তখন বোলাররা পিচ থেকে খুব একটা সাহায্য পায়নি। আমার ব়্যাডারে আসা ডেলিভারিগুলি আমি কানেক্ট করার চেষ্টা করেছি। বিরাট ভাই এও বলে যে, ৫০ হয়ে গিয়েছে। আমি বড় কিছু ভাবতেই পারি। কারণ দিনের খেলার ২২ ওভার বাকি রয়েছে। দ্রুত চালিয়ে খেলা বা ডিক্লেয়ার করার কোনও বার্তাই ছিল না। বিরাট ১৫০ রানে ব্যাট করছিল আর আমি পঞ্চাশে। রান আসছিল ফ্লো-তে।'

আরও পড়ুনIND vs AUS: ওয়ানডে শুরুর আগেই বুক ভাঙল ভারতের, সম্ভবত ছিটকে যাবেন এই তারকা ব্যাটার!

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৮০ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৫৭১ রানে। অস্ট্রেলিয়া নাইটওয়াচম্যান হিসেবে ম্যাথিউ কুনেম্যান ও ট্রাভিস হেডকে নামিয়েছে। তাঁরা দিনের শেষ তিন রান যোগ করে অপরাজিত আছেন। আগামিকাল টেস্টের অন্তিম দিন। কোনও অপ্রত্যাশিত কিছু না ঘটলে ম্যাচ যে ড্র হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ৮৮ রানের লিড ভারতের। এই প্রসঙ্গে অক্ষর বলেন,'দেখুন ক্রিকেটে যা কিছু হতে পারে। আগামিকাল আমরা শুরুতেই ২-৩ উইকেট নিতে পারলে, ওরা হয়তো চাপে পড়ে রক্ষণাত্মক খেলবে। প্রথম তিন ম্যাচের মতো পিচ নয় যে, গিয়ে ওদের উড়িয়ে দেব। কঠোর পরিশ্রম করতে হবে। ধৈর্য্য ধরে ঠিক জায়গায় বল করতে হবে। প্রথম তিনটি টেস্টের পর সবাই বলেছিল যে, খেলা তিনদিনে শেষ হয়ে গেল। এখন ম্যাচ পঞ্চম দিনে গড়াচ্ছে, কেউ বলছে সারপ্রাইজ। কিন্তু এটা আমাদের হাতে নেই। ভেবেছিলাম উইকেট থেকে সাহায্য পাব। কিন্তু হয়নি সেটা। উইকেট বুঝে খেলতে হবে আমাদের। তবে আমরা এটা ভেবে চমকেছি যে, প্রথম চার দিনে প্রথম ইনিংস শেষ হয়েছে। আমারা বেশি কিছু করতে পারি না। আশা করি আগামিকাল জিতব।' এখন দেখার কী হয় অন্তিম দিনে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.