আরব সাগর তীরে জিতে আই লিগের খেতাবি লড়াই আরও জমিয়ে দিল আইজল এফসি
আরব সাগর তীরে জিতে আই লিগের খেতাবি লড়াই আরও জমিয়ে দিল আইজল এফসি। চার্চিল ব্রাদার্সকে ৩-১ গোলে হারিয়ে মোহনবাগানকে পাল্টা চাপে ফেলে দিল খালিদ জামিলের দল। ভারতের লেস্টার সিটি হওয়ার স্বপ্ন এখনও বাঁচিয়ে রাখল পাহাড়ের দলটি। বেঙ্গালুরুর কাছে শেষ ম্যাচে হেরে গোয়ায় নেমেছিল আইজল।
ওয়েব ডেস্ক : আরব সাগর তীরে জিতে আই লিগের খেতাবি লড়াই আরও জমিয়ে দিল আইজল এফসি। চার্চিল ব্রাদার্সকে ৩-১ গোলে হারিয়ে মোহনবাগানকে পাল্টা চাপে ফেলে দিল খালিদ জামিলের দল। ভারতের লেস্টার সিটি হওয়ার স্বপ্ন এখনও বাঁচিয়ে রাখল পাহাড়ের দলটি। বেঙ্গালুরুর কাছে শেষ ম্যাচে হেরে গোয়ায় নেমেছিল আইজল।
আরও পড়ুন- সহজ জয়ের সুযোগ হাতছাড়া, দু'পয়েন্ট মাঠেই ফেলে দিয়ে এল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
অ্যাওয়ে ম্যাচে প্রত্যাশার চাপটা তাই বেশি খালিদের দলের ওপর। ম্যাচের শুরুটা স্বপ্নের মতো করেছিল আইজল। সাত মিনিটে কামোর গোলে এগিয়ে যায় এবারের আই লিগের জায়েন্ট কিলাররা। বিরতির ঠিক পরে কামোর দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়ে। তখন মনে হয়েছিল গোয়ার মাটিতে আইজলের জেতাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ৬৯ মিনিটে অ্যান্টনি ডিসুজার গোলে ম্যাচে ফেরে চার্চিল। সেই সময় চাপে পড়ে গিয়েছিল আইজল। ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে রালতের গোলে আইজলের জয় নিশ্চিত হয়ে যায়। এই জয়ের ফলে ষোলো ম্যাচে তেত্রিশ পয়েন্টে পৌছে গেল আইজল। পাহাড়ের দলটিরভারতসেরা হওয়ার স্বপ্ন বেঁচে থাকল চার্চিলকে হারিয়ে।